কিশোরগঞ্জ ৪ আসন সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক বলেন, বঙ্গবন্ধুর ডাক বিভাগকে স্বাধীনতার পর এগিয়ে নিয়েছেন জাতির জনকের কন্যা শেখ হাসিনা।
ডাক বিভাগকে তার স্বপ্ন বাস্তবায়ন করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ।
শনিবার (১১ জুন) বিকেলে ঢাকা জিপিওতে অনুষ্ঠিত বাংলাদেশ পোস্ট অফিস কর্মচারী ইউনিয়নের তৃতীয় বার্ষিকী পরিষদ সম্মেলনে এসব কথা বলেছেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ, বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালক সাজ্জাদুল হাসান,রিয়াজ উদ্দিন, আবদুল আহাদ প্রমুখ।