কিশোরগঞ্জের হাওরে নৌকাডুবি: নিখোঁজ ৩ জনের মরদেহ উদ্ধার
কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের ইটনায় হাওরে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ তিনজনের মরদেহ উদ্ধার হয়েছে ।
উপজেলার বড়িবাড়ি ইউনিয়নের এন সহিলা গ্রামের সামনে হাওর থেকে মঙ্গলবার সকাল ৯টার দিকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জর গিফারী বলেন, ‘মঙ্গলবার সকাল ৮টার দিকে ৪ সদস্যের একটি ডুবুরিদল উদ্ধারকাজ শুরু করে। ৯টার দিকে নিখোঁজ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।’
সকালে দিকে বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জর গিফারী।