সাইফুল্লাহ সাইফ, কিশোরগঞ্জ:
কিশোরগঞ্জ পৌরসভার হারুয়া এলাকার চাঞ্চল্যকর গলা কেটে গৃহবধূ রেকসোনা (৩৫) হত্যার ৪৮ ঘন্টার মধ্যেই হত্যার রহস্য উদঘাটন ও হত্যাকারীকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দকরণ ও Crpc, 1898 এর ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণসহ মামলার যাবতীয় কার্যক্রম শেষ করে পুলিশ রিপোর্ট (চার্জশিট) দাখিল করেছে কিশোরগঞ্জ সদর মডেল থানা পুলিশ। সোমবার (২৫ জুলাই) সকালে কিশোরগঞ্জ আদালতে এ চার্জশিট দাখিল করা হয়। সোমবার রাতে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি সাংবাদিকদের অবহিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আল আমিন।
ঘটনার বিবরণে জানা যায়, দীর্ঘদিন যাবত ভাগ্নে মামুন এবং তাইজুলের পরিবারের মাঝে পারিবারিক কলহ ছিল। শনিবার দুপুরে তাইজুলের স্ত্রী রান্না করার জন্য প্রস্তুতি নেয়ার সময় ভাগনে মামুন ঘরে প্রবেশ করে মামীর সাথে ঝগড়া ফ্যাসাদ জড়িয়ে পড়ে। এক পর্যায়ে ভাগনে মামুন তার মামীকে ধারালো ছুড়ি দিয়ে জবাই করে হত্যা করে।
কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দাউদ জানান, ঘটনার দিন রাতে নিহতের স্বামী তাইজুল বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে। মামলার রুজু হওয়ার ৪৮ ঘন্টার মধ্যে মামুনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে।
কিশোরগঞ্জ সদর মডেল থানার অভিযোগপত্র নং-২৭৮, তারিখ- ২৫/৭/২০২২।
হত্যাকারী নিজে হত্যার দায় ১৬৪ ধারায় আদালতে স্বীকার ও মামলার তথ্য উপাত্ত, মামলার স্বাক্ষী পাওয়ায় আদালতে দ্রুত চার্জশিট দেওয়া সম্ভব হয়েছে বলেও তিনি জানান।