:: সাইফুৃল্লাহ সাইফ,কিশোরগঞ্জ ::
কিশোরগঞ্জে প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালে ফ্রেশার ওরিয়েন্টেশন প্রোগ্রাম’ ২০২২ এবং এএইচ-০৯ ব্যাচের হোয়াইট কোট অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০১ আগষ্ট) সকালে প্রেসিডেন্ট আবদুল হামিদ কলেজের সভা কক্ষে ওরিয়েন্টেশন প্রোগ্রাম ও হোয়াইট কোট অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ফার্স্ট লেডি মিসেস রাশিদা খানম।

প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা:আ.ন.ম নৌশাদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মুজিবুল হক চুন্নু।সম্মানিত অতিথি ছিলেন প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালের গাইনী বিভাগীয় প্রধান প্রফেসর ডাঃ সুফিয়া খাতুন, ইউএস এফডিএ রেগুলেটরি অ্যাফেয়ার্সের উপদেষ্টা মিলাদ খান,ব্যারিস্টার রিয়াদ আহমেদ তুষার।
এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব সাংবাদিক মনোয়ার হোসেন রনি, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি একে নাসিম খান, সাবেক সাধরণ সম্পাদক সাইফুল হক মোল্লা দুলু, একাত্তর টিভির জেলা প্রতিনিধি আবু তাহের, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার বসু,করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ সামসুল আলম সিদ্দিকী প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ সম্পর্কিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।পরে নবীণ শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। পরে শিক্ষকরা শিক্ষার্থীদের উদ্যেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।বিশেষ অতিথি ও প্রধান অতিথিদের বক্তব্য শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মনোমুগ্ধকর আয়োজন সবাইকে আনন্দিত করে তুলে।