দিল্লির আখড়ায় ভক্ত সম্মেলন ও স্মারক সম্মাননা অনুষ্ঠিত - Doinik Probaho
রবিবার , ৭ আগস্ট ২০২২ | ২৩শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

দিল্লির আখড়ায় ভক্ত সম্মেলন ও স্মারক সম্মাননা অনুষ্ঠিত

প্রতিবেদক
Sayfullah Saif
আগস্ট ৭, ২০২২ ৬:২২ পূর্বাহ্ণ

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কাটখাল ইউনিয়নের দিল্লির আখড়ায় ভক্ত সম্মেলন ও স্মারক সম্মাননা ২০২২ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ আগস্ট) শ্রী নারায়ণ গোসাইয়ের আখড়ার সংরক্ষণ ও সংস্কার কমিটির আয়োজনে এ ভক্ত সম্মেলন ও স্মারক সম্মাননা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।

এতে সভাপতিত্ব করেন বাংলাদেশের ৩৬০টি আখড়ার সভাপতি ও হবিগঞ্জের বিথঙ্গল বড় আখড়ার মোহন্ত শ্রী সুকুমার দাস মোহন্ত।

অনুষ্ঠানে জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মো. জিল্লুর রহমান, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিব ড. দিলীপ কুমার ঘোষ, ট্রাস্ট্রি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, ট্রাস্টি রাজেন্দ্র দেব মন্টু, ট্রাস্টি নান্টু রায়, ট্রাস্টি বীর মুক্তিযোদ্ধা শ্রীমতি রেখা রানী গুণ, ট্রাস্টি প্রফেসার ড. অসীম কুমার সরকার, ট্রাস্টি সুব্রত পাল, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট অবনীমোহন দাস, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী প্রকৌশলী মোহন লাল দাস সৈকত, এডভোকেট বিমল চন্দ্র রায়, লায়ন মতিউর রহমান, সংরক্ষণ ও সংস্কার কমিটির সভাপতি বাবু সুভাষ বৈষ্ণব, মিঠামইন সদর ইউপি চেয়ারম্যান এডভোকেট শরীফ কামাল, কাটখাল ইউপি চেয়ারম্যান মো. তাজুল ইসলাম, ঘাগড়া ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান ভুঁইয়া, কৃষিবিদ রফিকুল ইসলাম চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান মো. রইছ উদ্দিন, শিক্ষক মো. মোজাম্মেল হক প্রমুখ বক্তব্য রাখেন।

এছাড়াও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব সাংবাদিক মনোয়ার হোসাইন রনি, অষ্টগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার সামুয়েল সাংমা, মিঠামইন থানার ওসি কলিন্দ্র নাথ গোলদার,আজিজুল হক প্রমুখসহ সরকারি কর্মকর্তা, শিক্ষক ও বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট  মিডিয়ার সাংবাদিকগণ  উপস্থিত ছিলেন।

প্রথমবারের মতো কিশোরগঞ্জের হাওরে হিজল ঘেরা প্রাচীন ঐতিহ্য সম্রাট জাহাঙ্গীরের শাসন আমলে নির্মিত দিল্লির আখড়ায় ভক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়।

কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে বিকাল সাড়ে ৩টায় সম্মেলন শুরু হয়।

অনুষ্ঠানে হাওর অঞ্চলের হাজার হাজার ভক্তবৃন্দ উপস্থিত হন।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত