:: নিজস্ব প্রতিবেদক ::
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৭ তম শাহাদত বার্ষিকী জাতীয় শোক দিবস ২০২২ পালন উপলক্ষ্যে কিশোরগঞ্জে এ.কে.এম লিয়াকত হুসাইন মানিক স্মৃতি সংসদ এর আয়োজনে
শনিবার ১৩ আগষ্ট বিকেলে কিশোরগঞ্জ সরকারি গুরুদয়াল কলেজ মুক্ত মঞ্চে চিত্রাংকন প্রতিযোগিতা ও কবিতা আবৃতি অনুষ্ঠিত হয়েছে।
কিশোরগঞ্জ জেলা আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক বাদল রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মো. জিল্লুর রহমান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক লুৎফর রশিদ রানা, কিশোরগঞ্জ জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি ও জিটিভি জেলা প্রতিনিধি সোহেল চৌধুরী, দেশ টিভির জেলা প্রতিনিধি শাফায়াত নাজমুল, এ.কে এম লিয়াকত হোসাইন মানিকের পুত্র ও কিশোরগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব সাংবাদিক মনোয়ার হোসাইন রনি।
এছাড়াও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সাংবাদিক আমিন সাদী, কালের নতুন সংবাদ এর সম্পাদক খায়রুল ইসলাম, শুরুক এর নির্বাহী সম্পাদক ও দৈনিক গণকণ্ঠের জেলা প্রতিনিধি সাইফুল্লাহ সাইফ, সাংবাদিক উবায়েদ রনি প্রমুখ।
কিশোরগঞ্জের জেলা শহরের বিভিন্ন স্কুল থেকে আগত শতাধিক ছাত্র -ছাত্রী এই প্রতিযোগিতায় অংশ নেন ।
শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সব শহীদদের রূহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।