নিজস্ব প্রতিবেদক
২০০৫ সালের ১৭ আগস্ট বিএনপি-জামায়াত জোট সরকারের শাসনামলে সারাদেশে একযোগে সিরিজ বোমা হামলার প্রতিবাদে আলোচনা সভা ও বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেছে কিশোরগঞ্জ জেলা আওয়ামী যুবলীগ।
বুধবার (১৭ আগস্ট) সন্ধ্যায় কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কিশোরগঞ্জ জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক জানাব আমিনুল ইসলাম বকুলের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাসেল আহমেদ তুহিন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাড. জিল্লুর রহমান চেয়ারম্যান জেলা পরিষদ কিশোরগঞ্জ।
এছাড়াও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এ্যাড শেখ নুরুন্নবী বাদল, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার কামাল, কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আব্দুল সাত্তার, কামরুল ইসলাম উজ্জ্বল প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন কিশোরগঞ্জ জেলা আওয়ামী যুবলীগ যুগ্ম আহবায়ক এ্যাড. মীর আমিনুল ইসলাম সোহেল, মোঃ রুহুল আমিন।