কিশোরগঞ্জে চার দিনের সফরে আসছেন রাষ্ট্রপতি - Doinik Probaho
শনিবার , ২০ আগস্ট ২০২২ | ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

কিশোরগঞ্জে চার দিনের সফরে আসছেন রাষ্ট্রপতি

প্রতিবেদক
Sayfullah Saif
আগস্ট ২০, ২০২২ ৩:৫১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি

চার দিনের সফরে নিজ জেলা কিশোরগঞ্জে আসছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

সোমবার ২২ থেকে ২৫ আগস্ট পর্যন্ত তিনি কিশোরগঞ্জে থাকবেন।

রাষ্ট্রপতির সফরের এলাকার তালিকায় আছে হাওরের তিন উপজেলা মিঠামইন, অষ্টগ্রাম ও ইটনা।

কিশোরগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ শামীম আলম দৈনিক প্রবাহকে রাষ্ট্রপতির সফরের বিষয়টি নিশ্চিত করে জানান, তার সফরকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।

রাষ্ট্রপতির প্রটোকল কর্মকর্তা নবীরুল ইসলাম সই করা সফরসূচি থেকে জানা যায়, ২২ আগস্ট বেলা আড়াইটায় তিনি বঙ্গভবন থেকে গাড়িবহরে তেজগাঁও হেলিপ্যাডের উদ্দেশে রওনা হবেন। সেখান থেকে বেলা ৩টার দিকে হেলিকপ্টারে করে কিশোরগঞ্জের মিঠামইনের উদ্দেশে রওনা হবেন। পৌঁছানোর পর বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে তাকে মিঠামইন ডাকবাংলোয় গার্ড অফ অনার প্রদান করা হবে।

সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অডিটরিয়াম ভবনে স্থানীয় বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্য ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। মতবিনিময় সভা শেষে নিজ বাড়ি কামালপুরে যাবেন এবং সেখানে নিজ বাসভবনে রাত্রি যাপন করবেন।

২৩ আগস্ট বেলা ১১টার দিকে মিঠামইনে নির্মাণাধীন রাষ্ট্রপতি আবদুল হামিদ ফাউন্ডেশন পরিদর্শন করবেন তিনি। পরে বেলা ৩টার দিকে মিঠামইন থেকে সড়কপথে অষ্টগ্রাম উপজেলার উদ্দেশে রওনা হবেন রাষ্ট্রপতি। বিকেল ৪টার দিকে অষ্টগ্রাম উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করবেন তিনি।

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অষ্টগ্রামে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অডিটরিয়াম ভবনে বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্য ও স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করবেন তিনি।

মতবিনিময় সভা শেষে রাত ৯টার দিকে সড়কপথে মিঠামইনের উদ্দেশে রওনা হবেন। কামালপুরে নিজ বাসভবনে রাত্রি যাপন করবেন তিনি।

২৪ আগস্ট বেলা ১১টার দিকে মিঠামইন উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করবেন। এরপর বেলা ৩টার দিকে নির্মাণাধীন মিঠামইন সেনানিবাস পরিদর্শন করবেন। বিকেল ৫টার দিকে সড়কপথে ইটনা উপজেলার উদ্দেশে রওনা হবেন এবং সেখানকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করবেন।

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইটনায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অডিটরিয়াম ভবনে বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্য ও স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করবেন তিনি।

মতবিনিময় সভা শেষে রাত ৯টার দিকে সড়কপথে মিঠামইনের উদ্দেশে রওনা হবেন। কামালপুরে নিজ বাসভবনে রাত্রি যাপন করবেন তিনি।

২৫ আগস্ট বেলা পৌনে ৩টায় নিজ বাসভবনে গার্ড অফ অনার গ্রহণ করবেন তিনি। বেলা ৩টার দিকে বাসভবন থেকে মিঠামইন হেলিপ্যাডের উদ্দেশে রওনা হবেন। বেলা ৩টা ১০ মিনিটে সেখান থেকে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা হবেন রাষ্ট্রপতি।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত