নিজস্ব প্রতিনিধি
স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এঁর ৪৭ তম শাহাদাৎ বার্ষিক ও জাতীয় শোক দিবস ২০২২ উপলক্ষে চিত্রাঙ্কন, কবিতা আবৃতির পুরুষ্কার বিতরণ, আলোচনা সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (২৬ আগস্ট) বিকেলে এ.কে.এম লিয়াকত হোসাইন মানিক স্মৃতি সংসদের আয়োজনে কিশোরগঞ্জ জেলা পাবলিক লাইব্রেরি সভা কক্ষে পুরুষ্কার বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-০৪ আসনের সংসদ সদস্য প্রকৌশলী রেজওয়ান আহমেদ তৌফিক।

লিয়াকত হোসাইন মানিকের পুত্র কিশোরগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব মনোয়ার হোসাইন রনির সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলা আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক বাদল রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মু.আব্দুল লতিফ, সিনিয়র সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু, কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন, সাপ্তাহিক শুরূক’র নির্বাহী সম্পাদক সাইফুল্লাহ সাইফ, সাংবাদিক এম এ উবায়েদ রনি, কবি ওয়াসীম ফিরোজ প্রমুখ।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর শাহাদাৎ বার্ষিক ও জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন স্কুল ও মাদ্রাসা থেকে আগত দুই শতাধিক ছাত্র-ছাত্রী প্রতিযোগিদের মাঝে পুরুষ্কার তুলে দেওয়া হয়।