প্রেবাহ ডেস্কঃ
রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করেছেন বাংলাদেশে নবনিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত ফয়সাল মুতলাক আলাদওয়ানি ও নেপালের নতুন রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি।
মঙ্গলবার (৩০ আগস্ট) বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেন দুই নবনিযুক্ত রাষ্ট্রদূত।
বঙ্গভকন সূত্রে জানা যায় , নতুন দুই রাষ্ট্রদূত বিকেলে বঙ্গভবনে পৌঁছালে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল তাদের গার্ড অব অনার প্রদান করে। রাষ্ট্রপতির কাছে প্রথমে কুয়েতের রাষ্ট্রদূত তার পরিচয়পত্র পেশ করেন। এরপরই পরিচয়পত্র পেশ করেন নেপালের রাষ্ট্রদূত।
কুয়েতের নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, কুয়েত বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার এবং শ্রম শক্তির গুরুত্বপূর্ণ গন্তব্যস্থল। রাষ্ট্রপতি বাংলাদেশ থেকে আরও দক্ষ ও আধা দক্ষ জনশক্তি নিতে কুয়েত সরকারের প্রতি আহ্বান জানান। বাংলাদেশ থেকে বিশ্বমানের পণ্য আমদানির করার কথাও বলেন রাষ্ট্রপতি। তিনি দুদেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে সফর বিনিময় ও আলোচনার ওপর জোর দেন।
নেপালের নতুন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠককালে আবদুল হামিদ বলেন, বাংলাদেশ ও নেপালের মধ্যে চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক বিদ্যমান। ২০১৯ সালে বাংলাদেশের রাষ্ট্রপতির নেপাল সফর ও ২০২১ সালে নেপালের রাষ্ট্রপতির বাংলাদেশ সফরের উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, এ সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্কে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। তিনি দুই দেশের মধ্যে বাণিজ্য বিনিয়োগ বাড়াতে যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
মহামাণ্য রাষ্ট্রপতির কাছে কুয়েত-নেপালের নতুন দূতের পরিচয়পত্র পেশ