নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২০২২ মাসে ০-১ বছর মেয়াদি জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমের ভিত্তিতে জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় ফলাফল প্রকাশ করেছে। জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে বাংলাদেশের ৬৪টি জেলার মধ্যে প্রথম স্থান অধিকার করেছে কিশোরগঞ্জ জেলা।এ ছাড়া ঝালকাঠি জেলা দ্বিতীয় ও যশোর জেলা তৃতীয় স্থান লাভ করেছে। গতকাল কিশোরগঞ্জের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) মোহাম্মদ হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। প্রকাশিত ফলাফল অনুযায়ী, গত আগস্ট মাসে ০-১ বছর মেয়াদী জন্মনিবন্ধন সনদের ক্ষেত্রে কিশোরগঞ্জ জেলার টার্গেট ছিল ৫ হাজার ৭৮৫, যেখানে অর্জিত হয়েছে ২২ হাজার ৫৭৪ যা শতকরা ৩৯০ ভাগ। অন্যদিকে মৃত্যু সনদের টার্গেট ছিল ১৫২৪, যেখানে অর্জিত হয়েছে ১২১৭ যা শতকরা ৭৫ ভাগ। ০-১ বছর মেয়াদি জন্ম ও মৃত্যু নিবন্ধন গড়ে টার্গেটের শতকরা ২৩২ ভাগ অর্জন করেছে কিশোরগঞ্জ জেলা। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, কিশোরগঞ্জের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক হিসেবে মোহাম্মদ হাবিবুর রহমান ২০২১ সালের ১২ই এপ্রিল যখন যোগদান করেন, তখন জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে কিশোরগঞ্জ জেলার অবস্থান ছিল ৬৪টি জেলার মধ্যে ৬৩তম। যোগদানের পর তিনি জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম বেগবান করতে উদ্যোগী হন। বিশেষ করে ০-১ বছর মেয়াদি জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমের ক্ষেত্রে ইউপি চেয়ারম্যান, সচিব ও হিসাব সহকারীদের উদ্বুদ্ধকরণের মাধ্যমে একটি প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি করা হয়েছে।
এই অভাবনীয় দক্ষতা ও কৃতিত্বের স্বীকৃতি হিসেবে আগস্ট মাসে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে বাংলাদেশের ৬৪টি জেলার মধ্যে প্রথম স্থান অধিকার করেছে কিশোরগঞ্জ জেলা। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) মোহাম্মদ হাবিবুর রহমান জানান, শতভাগ জন্ম-মৃত্যু নিবন্ধন নিশ্চিত করতে কিশোরগঞ্জ জেলার জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমের নির্দেশনায় এই জেলায় অত্যন্ত সফলভাবে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এজন্য নিরলসভাবে মোটিভেশনাল কাজ করা হচ্ছে। যার ফলে আজ কিশোরগঞ্জ জেলা সারা দেশের মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে।