সাইফুল্লাহ সাই
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত দেশের গুণী নির্মাতাদের একজন মোস্তাফিজুর রহমান মানিক। পরিচালনার জন্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এবারে আসছে নতুন সিনেমা ‘যাও পাখি বলো তারে’। সিনেমাটিতে জুটি বেঁধেছেন মাহিয়া মাহি ও আদর আজাদ। চলতি বছরের ৭ অক্টোবর প্রেক্ষাগৃহ মুক্তি পাবে সিনেমাটি। চিত্রনায়ক আদর আজাদ বলেছেন, ‘আমার সিনেমা শুরু মানিক ভাইয়ের হাত ধরে। তার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। যাও পাখি বলো তারে সিনেমাটি ৭ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। সেভাবে আমরা প্রস্তুতি নিচ্ছি । সেপ্টেম্বরেই সিনেমাটির টিজার, ট্রেলার গান প্রকাশ পাবে। যা সম্পূর্ণ গ্রাম্য পটভূমির গল্প এ সিনেমাটি। মূল বিষয়বস্তু হিসেবে থাকছে সিনেমায় প্রেম, বিরহ ও বিচ্ছেদ । সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশ করা হয়েছে ২৫ জুন।সিনেমাটি আমরা আশা করছি, দর্শকের ভালো লাগবে।’
মোস্তাফিজুর রহমান মানিক বলেন, শনিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টায়, এফডিসি র ভি আই পি প্রজেকশন হল এ আমাদের যাও পাখি বলো তারে ছবির ট্রেইলার উন্মুক্ত করা হবে।
সিনেমাটির কাহিনী ও সংলাপ লিখেছেন আসাদ জামান।
যাও পাখি বলো তারে এর অন্যান্য চরিত্রে থাকছে শিপন মিত্র, রাশেদ মামুন অপু, লাবণ্য, সুব্রত, রেবেকা, মাহমুদুল ইসলাম মিঠু, মাসুম বাশার, মিলি বাশারসহ একঝাঁক তারকাদের দেখা যাবে।