সাইফুল্লাহ সাইফঃ
জাতীয় চলচিত্র পুরস্কার প্রাপ্ত নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘যাও পাখি বলো তারে’ সিনেমাটি আগামী ৭ অক্টোবর প্রেক্ষাগৃহে আসছে জুটি।চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে এই জুটি বেঁধেছেন চিত্রনায়ক আদর আজাদ।
রোববার (১৭ সেপ্টেম্বর) ত্রিভুজ প্রেমের গল্পের এই সিনেমার ট্রেলার বর্ণাঢ্য এক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে।এ ট্রেলার প্রকাশ উপলক্ষে এদিন রাজধানীর ঢাকায় এফডিসিতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ট্রেলারটি প্রকাশ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন সিনেমাটির নির্মাতা, অভিনয়শিল্পী, কলাকুশলীরা ও চলচ্চিত্র ব্যক্তিত্বরা।
এ সিনেমার ট্রেলার মুক্তি উপলক্ষে সংবাদ সম্মেলনে চিত্রনায়িকা মাহিয়া মাহি বলেন, ‘কিছু কাজ থাকে যেটা সম্পর্কে অনেক কিছু বলতে চাই, কিন্তু বলা যায় না। অনুভূতি প্রকাশ করতে পারি না। এই সিনেমায় সবাই দারুণ অভিনয় করেছেন। প্রতিটা দৃশ্যে কাঁদতে হয়েছে। এখানে অভিনয় করিনি, চরিত্রের ভেতর ঢুকে গিয়েছিলাম। কতটুকু পেরেছি তা দর্শক বলতে পারবেন। তিনি আরো বলেন ১০ বছরের ক্যারিয়ারে কখনো এত মজা করে শুটিং করিনি। আমার ক্যারিয়ারে আমার সবচেয়ে ভালো সিনেমা এটি। এ সিনেমা দেখে যারা ভালোবাসতে ভুলে গেছেন- তারা নতুন করে ভালোবাসতে শিখবেন। ’
পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক বলেন, আমি আগে কখনো এমন গল্পে সিনেমা নির্মাণ করিনি। অনেকদিন বাংলাদেশে নিখুঁত গ্রামের সিনেমা নির্মাণ হয় না। চেষ্টা করেছি সেটি করার। তবে এতটুকু বলতে পারি- দর্শক ভালো একটি গল্পের সিনেমা উপহার পেতে যাচ্ছেন। সবাইকে সিনেমাটি দেখার আহবান জানাচ্ছি।
এই আয়োজনে নিজের ক্যারিয়ারের তৃতীয় সিনেমা প্রসঙ্গে চিত্রনায়ক আদর আজাদ বলেন, ‘সিনেমাটি সম্পূর্ণ গ্রাম্য পটভূমির গল্প নিয়ে নির্মিত হয়েছে।
প্রেম, বিরহ ও বিচ্ছেদ থাকছে মূল বিষয়বস্তু হিসাবে। আশা করছি, সিনেমাটি সবার হৃদয় ছুঁয়ে যাবে। ’
‘যাও পাখি বলো তারে’ সিনেমায় আদর-মাহি ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক শিপন মিত্র, অভিনেতা রাশেদ মামুন অপু, সুব্রত, মাহমুদুল ইসলাম মিঠু (বড়দা মিঠু), মিলি বাশার,মাসুম বাশার, অভিনেত্রী রেবেকা রউফ, লাবণ্য প্রমুখ।