কিশোরগঞ্জে হোসেপুরে নৌকাবাইচ দেখতে গিয়ে পানিতে ডুবে চাচা-ভাতিজাকে এখনো খুজে পাইনি
প্রবাহ নি উজঃ
নৌকাবাইচ দেখতে গিয়ে নৌকাডুবিতে চাচা-ভাতিজা নিখোঁজ হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে কিশোরগঞ্জ জেলার হোসেনপুর সাহেবের চর এলাকায় ব্রহ্মপুত্র নদে এ ঘটনা ঘটে। নিখোঁজ চাচা-ভাতিজা হলো গফরগাঁও উপজেলার পাঁচবাগ ইউনিয়নের চরশাঁখচূড়া গ্রামের সামাদ মিয়ার ছেলে সিফাত (১৬) ও মনির হোসেনের ছেলে ইয়াছিন (৭)।
স্থানীয় সূত্রে জানা যায়, পার্শ্ববর্তী হোসেনপুর থানার সাহেবের চর এলাকায় স্থানীয়দের উদ্যোগে সোমবার বিকেলে নৌকাবাইচের আয়োজন করা হয়।
এ সময় নৌকাবাইচ দেখতে গফরগাঁওয়ের চরশাঁখচূড়া গ্রামের একদল শিশু-কিশোর একটি ডিঙি নৌকা নিয়ে সাহেবের চর যাচ্ছিল। এ সময় নৌকাবাইচে অংশ নেওয়া একটি নৌকার সাথে ধাক্কা লেগে ডিঙি নৌকাটি ডুবে যায়। এতে ডিঙি নৌকায় থাকা সকলে পানিতে পড়ে যায়। পরে সাঁতরে অন্যরা পাড়ে উঠতে পারলেও সিফাত ও তার ভাতিজা ইয়াছিন নিখোঁজ হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সিফাত তার ভাতিজাকে কোলে নিয়ে বেশ কিছুটা সাঁতরে আসার পর স্রোতে তলিয়ে গেছে। খবর পেয়ে কিশোরগঞ্জ ও হোসেনপুর ফায়ার সার্ভিসের ডুবুরিদল উদ্ধার অভিযান চালিয়েও নিখোঁজদের উদ্ধার করতে পারেনি।
কিশোরগঞ্জ ফায়ার স্টেশনের ডুবুরিদলের টিম লিডার আমিনুর রহমান বলেন, ‘আমাদের ও হোসেনপুর দমকল কর্মীরা যৌথভাবে উদ্ধার অভিযান চালিয়েছি। কিন্তু তাদের খুঁজে পাইনি। ’