মাসব্যাপী শিল্প পণ্য ও বাণিজ্য মেলা উদ্বোধন - Doinik Probaho
সোমবার , ৩ অক্টোবর ২০২২ | ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

মাসব্যাপী শিল্প পণ্য ও বাণিজ্য মেলা উদ্বোধন

প্রতিবেদক
Sayfullah Saif
অক্টোবর ৩, ২০২২ ৩:৪১ অপরাহ্ণ

সাইফুল্লাহ সাইফ

কিশোরগঞ্জে মাসব্যাপী শিল্প পণ্য ও বাণিজ্য মেলা উদ্বোধন করা হয়েছে। কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে ও পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) কিশোরগঞ্জের সহযোগিতায় জেলা শহরের আলোরমেলা এলাকায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম আউটার স্টেডিয়ামে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে।

সোমবার (৩ অক্টোবর) বিকালে শিল্প পণ্য ও বাণিজ্য মেলার উদ্বোধন উপলক্ষে মেলা প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।

কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি একেএম মুজিবুর রহমান বেলালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম (বার), জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এম এ আফজল ও কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ।

চেম্বারের সহ-সভাপতি শেখ ফরিদ আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে চেম্বারের সিনিয়র সহ-সভাপতি হাফেজ আলহাজ্ব খালেকুজ্জামান, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, চেম্বারের সহ-সভাপতি ইকবাল আহমেদ চৌধুরী অপু, জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মোস্তাক সরকার, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আল আমিন হোসাইন, ব্যবসায়ী ও শহরের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা অনুষ্ঠান শেষে প্রধান অতিথি রেজওয়ান আহাম্মদ তৌফিক এমপি অতিথি ও আয়োজকদের নিয়ে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন। পরে তারা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত