শিক্ষা হল মানবিক উন্নয়নের জন্য সবচেয়ে বড় মেশিন - Doinik Probaho
বুধবার , ১৯ অক্টোবর ২০২২ | ২৮শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

শিক্ষা হল মানবিক উন্নয়নের জন্য সবচেয়ে বড় মেশিন

প্রতিবেদক
Sayfullah Saif
অক্টোবর ১৯, ২০২২ ৩:৩৩ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিনিধি

কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য সাবেক আইজিপি নূর মোহাম্মদ বলেছেন, শিক্ষা হল মানবিক উন্নয়নের জন্য সবচেয়ে বড় মেশিন। যদি শিক্ষা না হয়, শিক্ষিত না হয়, তাহলে কোন জাতি ভালো কিছু করতে পারে না। আর ভালো শিক্ষার জন্য ভালো পরিবেশ প্রয়োজন।

শুধু শিক্ষার জন্য নয় মানুষের গড়ন গঠনের জন্য পরিবেশ বড় ভূমিকা পালন করে। সুতরাং শিক্ষার জন্য ভালো পরিবেশ হলে ভালো জাতি গঠন করা সম্ভব। ভালো পরিবেশের জন্য আমরা যারা রাজনীতিবিদ আছি তারা কাজ করে যাচ্ছি।

মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুরে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের চর আদর্শ কলেজের অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় সংসদ সদস্য নূর মোহাম্মদ এসব কথা বলেন।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আমাদের সময়ে স্কুল ড়্রসে ছিলো না, লুঙ্গি পড়ে খালি পায়ে হেঁটে স্কুলে যেতাম। আজকাল ছেলেমেয়েরা সুন্দর পরিবেশে স্কুল-কলেজে যায়। তুমি যত মেধাবীই হও না কেন, ভালো কিছু করতে পারবে না, যদি না তুমি পরিশ্রমী না হও। মেধাবীরা ফেল করে; কিন্তু পরিশ্রমীরা ফেল করে না।

গ্রামীণ জীবন শহরের চেয়ে অনেক কষ্টের হয়, যারা জীবনে প্রতিষ্ঠিত হয়েছে তাদের অধিকাংশই গ্রামে থেকে বড় হয়েছে। কেননা তাদের স্টার্টিংটাই কষ্টের ছিলো।

কলেজ গভর্নিং বডির সভাপতি সরকার শামীম আহম্মেদ এর সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রেনু, কলেজের অধ্যক্ষ মো. মাহবুবুর রহমান, পাকুন্দিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম আকন্দ, পাকুন্দিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হারুন অর রশিদ জুয়েল, সদ্য বিজয়ী জেলা পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য মো. শফিকুল ইসলাম, জাঙ্গালিয়া ইউপি চেয়ারম্যান বুলবুল আহম্মেদ, চরফরাদী ইউপি চেয়ারম্যান এম এ মান্নান প্রমুখ বক্তব্য রাখেন।

সমাবেশ সঞ্চালনা করেন পাকুন্দিয়া ডিগ্রি কলেজের সাবেক ভিপি হেলাল উদ্দিন।

সর্বশেষ - লিড নিউজ