কুলিয়ারচর প্রতিনিধি
কুলিয়ারচর উপজেলায় তামাকজাত দ্রব্য অপসারণে ভ্রাম্যমাণ আদালতে তিন ব্যবসায়ীকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত ২০ অক্টোবর বৃহস্পতিবার বিকেলে উপজেলার ডুমরাকান্দা বাজারে ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়। ধূমপান তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন ২০১৩ অনুযায়ী এ অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত। আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম লুনা। এসময়, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিমন সরকার, কিশোরগঞ্জ জেলা বাজার কমিটির সদস্য এম এ আকবর খন্দকার, স্যানিটারি ইন্সপেক্টর আবুল কাসেম, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাকিনুল সহ পুলিশ ফোর্সের সদস্যবৃন্দ উপস্হিত ছিলেন। ভবিষ্যতে এ অপরাধ না করার শর্তে সতর্কী করণ মুচলেকা সাপেক্ষে জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন দোকান থেকে জব্দকৃত তামাকজাত দ্রব্য আগুনে পুড়ে ধ্বংস করে।