আঃজলি, যশোর
যশোর বেনাপোল মহাসড়কে ক্রমবর্ধমান দূর্ঘটনা, সড়কে নৈরাজ্য, প্রশাসনের উদাসীনতা, হাইওয়ে পুলিশের নির্লিপ্ততা, সড়কের দুপাশ অবৈধ দখল, বিশৃঙ্খলা আর যত্রতত্র পার্কিং এর বিরুদ্ধে যশোরের ঝিকরগাছা বাজারে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ প্রেসক্লাব ঝিকরগাছা এবং ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন সেবার উদ্যোগে ২২/১০/২২ তারিখ (শনিবার) বেলা ১১টায় মানববন্ধন কর্মসুচি পালিত।
ঝিকরগাছা বাজার বাসস্ট্যান্ডে উক্ত মানববন্ধনে সাংবাদিক, স্বেচ্ছাসেবক সহ সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।
বাংলাদেশ প্রেসক্লাব ঝিকরগাছার সাধারণ সম্পাদক এবং সেবা সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মাস্টার আশরাফুজ্জামান বাবুর সঞ্চালনায় এবং বাংলাদেশ প্রেসক্লাব ঝিকরগাছার সভাপতি সাংবাদিক কে এম ইদ্রিস আলির সভাপতিত্বে উক্ত মানববন্ধন কর্মসুচি আনুষ্ঠিনকতার মধ্যে দিয়ে সাংবাদিক স্বেচ্ছাসেবক সহ সর্বস্তরের জনগণ সেবা সংগঠনের সদস্যদের স্বর্তস্ফুর্ত অংশগ্রহণের মাধ্যমে পালিত হয়।
এ সময় মানববন্ধন কর্মসুচি অনুষ্ঠান পালনে
বক্তব্য রাখেন সেবা সংগঠন এর সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, সহ সভাপতি আলীশাহ, উপদেষ্টা তফিকুল আলম স্বপন, শহীদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলি, বাংলাদেশ প্রেসক্লাব ঝিকরগাছার উপদেষ্টা সাংবাদিক ইলিয়াস উদ্দিন, যশোর জেলা আহবায়ক সাংবাদিক মতিয়ার রহমান সহ বিভিন্ন কর্মরত প্রিন্ট পত্রিকা ইলেকট্রনিক্স মিডিয়া সাংবাদিক বৃন্দ সহ আরও অনেকে।
মানববন্ধনে বক্তারা বলেন, অল্প বয়সী ছেলেদের হাতে মোটরসাইকেল তুলে দেওয়ায় মহাসড়কে প্রতিনিয়ত মৃত্যুর মিছিল দীর্ঘায়িত হচ্ছে। সড়কের দুপাশে অবৈধ দখলদার এবং তিন চাকার বিভিন্ন যানবাহন সড়কের অধিকাংশ জায়গা দখল করে রাখায় প্রতিনিয়ত দূর্ঘটনা ঘটেছে।
এছাড়াও সড়কের নিরাপত্তায় গুরুত্ব না দিয়ে হাইওয়ে পুলিশ ফিটনেস বিহীন গাড়ি বা অবৈধ গাড়ি বাদ দিয়ে মোটরসাইকেল চালকদের জরিমানা করতে বেশি ব্যাস্ত থাকার অভিযোগ করেন। এসময় বক্তারা সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে স্হানীয় প্রশাসনের নজরদারী বাড়াতে, হাইওয়ে পুলিশের আরও অধিক দায়িত্বশীল আচরণ পালনের লক্ষ্যে খেয়াল করার পাশাপাশি সাধারণ পথচারী এবং গাড়িচালকদের সড়ক আইন মেনে চলার প্রতি গুরুত্বারোপ করেন।