চাটখিলে কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত - Doinik Probaho
রবিবার , ২৩ অক্টোবর ২০২২ | ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

চাটখিলে কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

প্রতিবেদক
Sayfullah Saif
অক্টোবর ২৩, ২০২২ ১২:৫৩ অপরাহ্ণ

মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধিঃ রোববার (২৩ অক্টোবর) দুপুরে চাটখিল থানা প্রাঙ্গণে কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়। থানা কমিউনিটি পুলিশের সভাপতি বিল্লাল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা পুলিশ সুপার শহীদুল ইসলাম পিপিএম , বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খীসা, চাটখিল পৌর মেয়র নিজাম উদ্দিন ও নোয়াখালী বেগমগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নাজমুল হাসান রাজিব। চাটখিল থানার ওসি মোহাম্মদ গিয়াস উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক গোলাম হায়দার কাজল, সাবেক জেলা পরিষদের সদস্য ইমরুল চৌধুরি রাসেল, ইউপি চেয়ারম্যান এসএম বাকি বিল্লাহ, সৈয়দ মাহমুদ হোসেন তরুন, বাহার আলম মুন্সি, আলমগীর হোসেন, মেহেদী হাসান বাহালুল, হারুন অর রশিদ বাহার, মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সদস্য আহসান হাবীব সমীর, বিআর ডিবির চেয়ারম্যান মিজানুর রহমান, মহিলা কলেজের উপাধ্যক্ষ ফারুক সিদ্দিকী ফরহাদ, কাউন্সিলর মিজানুর রহমান নান্টু, সাবেক পৌর কাউন্সিলর মমিনুল ইসলাম দুলাল ও ইউপি সদস্য মোঃ ওমর ফারুক। সমাবেশে প্রধান অতিথি পুলিশ সুপার শহীদুল ইসলাম সমাবেশের উপস্থিত সকল কে সার্বিক ভাবে পুলিশকে সহযোগিতা করার বিশেষ ভাবে অনুরোধ জানিয়ে বলেন সুন্দর সমাজ গড়ে তুলতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে। সমাবেশে জনপ্রতিনিধি, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

সর্বশেষ - লিড নিউজ