ছড়িয়ে-ছিটিয়ে আছে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের ক্ষতচিহ্ন - Doinik Probaho
শুক্রবার , ২৮ অক্টোবর ২০২২ | ১৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

ছড়িয়ে-ছিটিয়ে আছে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের ক্ষতচিহ্ন

প্রতিবেদক
Sayfullah Saif
অক্টোবর ২৮, ২০২২ ১১:৪৬ পূর্বাহ্ণ

নিউজ ডেস্ক

ভোলার চরফ্যাশনের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন ঢালচর ইউনিয়ন। উপজেলার সর্বদক্ষিণের ইউনিয়নের সর্বত্রই ছড়িয়ে-ছিটিয়ে আছে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের ক্ষতচিহ্ন। ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকটি রাস্তা। চরের কিছুদূর পর পরই দু-একটি করে বিধ্বস্ত ঘর।

পড়ে আছে বড় বড় গাছ। কোনো কোনো ভিটাও ধুয়ে গেছে। তবে বড় জলোচ্ছ্বাস না হওয়ায় বেশির ভাগ বসতি রক্ষা পেয়েছে।

চরফ্যাশন উপজেলা শহর থেকে দক্ষিণ আইচা থানার কচ্ছপিয়া ঘাটের দূরত্ব প্রায় ৩১ কিলোমিটার। গত বুধবার ওই ঘাট থেকে ছোট লঞ্চে প্রায় দুই ঘণ্টায় পৌঁছানো গেল চরে। আনন্দবাজার ঘাটে লঞ্চ থামতেই চোখে পড়ল ঘূর্ণিঝড় সিত্রাংয়ের থাবার আলামত। জেলেদের ঘরের ওপর পড়ে আছে গাছ।

শফিক মাঝি নামের এক বৃদ্ধের সঙ্গে কথা হয় ঢালচরের আনন্দবাজারের পাশে বাড়ির ছোট উঠানে। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘কাশেম মেম্বার আইসা দেইখা গেছে, কিন্তু এখন পর্যন্ত কেউ কোনো সাহায্য দিল না। ’ সাইক্লোন শেল্টারে যাননি কেন—এমন প্রশ্নে শফিক বলেন, ‘আমাগো চরে তো কোনো সাইক্লোন শেল্টার নাই। লোকজন কোস্ট ট্রাস্ট এনজিওর বিল্ডিংয়ে আর পুলিশ ফাঁড়ির মধ্যে কিছু আছিল। আমরা রুহুটারে হাতে নিয়া সবার কাছ থেকে শেষবারের মতো মাফ চাইয়া আল্লাহ আল্লাহ করছিলাম। ’

স্ত্রী রেনু বেগম ও তিন ছেলেমেয়েকে নিয়ে চরে বসবাস করেন শফিক মাঝি। সরকারি কার্ডে রেকর্ড-পরচার মাধ্যমে বরাদ্দ পাওয়া ঘরের ভিটাটুকুই তাঁর একমাত্র সম্বল।

শফিক মাঝির ঘরের পাশের ঘরগুলো টিকে থাকলেও জোয়ারের পানিতে ধসে গেছে ঘরের ভিটা। বাতাসের তোড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরের টিনের বেড়া।

আনন্দবাজারের পাশেই সরকারিভাবে নির্মিত আধাপাকা ঘরের জেলে কলোনি। ৪৫০টি জেলে পরিবারের বসবাস এখানে। কলোনির বাসিন্দা আব্দুস সালাম ও আব্দুল হক মাঝির বয়স সত্তরের কাছাকাছি। আব্দুস সালাম বলেন, ‘আমাগো চরে কমপক্ষে ১৫-১৬ হাজার মানুষ বসবাস করে। কোস্ট এনজিও আর পুলিশের ফাঁড়ির মধ্যে সব মানুষের জায়গা হয় নাই। এই কারণে আমরা কলোনির ঘরের মধ্যেই আছিলাম। সোমবার দুপুরের পর তনে বাতাসের লগে পানি বাড়া শুরু অইলে কলিজার মধ্যে কামড় দেয়। সবাই সবার তনে মাপটাপ চায়া ঘরের মধ্যে ছিলাম। ’

চরে ঘুরে দেখা গেছে, আনন্দবাজারের আশপাশে, তারুয়া চর ও খালেকের এলাকায় জনমানুষের বসবাস। সরকারি হিসাবে চরে আড়াই হাজার জেলে। তবে গোটা চরে মেলে প্রায় পাঁচ হাজার ঘরে মৎস্যজীবীর বাস। একসময় ঢালচরে ধানসহ বিভিন্ন ফসলের আবাদ হলেও এখন কোনো ফসল চাষ করা হয় না। বাসিন্দারা সবাই মাছ শিকারসহ অন্যান্য ব্যবসা-বাণিজ্যের সঙ্গে জড়িত।

ইউনিয়ন পরিষদের (ইউপি) ২ নম্বর ওয়ার্ডের সদস্য হারুন হাওলাদার বলেন, ‘ঝড়ে বেশি ক্ষতি হয়েছে ঘরবাড়ি আর রাস্তাঘাটের। ’

ইউপির ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুস সালাম মুন্সী বলেন, ‘সব জায়গায় শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সাইক্লোন শেল্টার থাকলেও আমাদের এই চরে নেই। অথচ আমরাই সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে আছি। ’ তিনি জানান, আগে দুটি স্কুলের সঙ্গে সাইক্লোন শেল্টার ভবন ছিল এবং একটি সরকারি বহুতল ভবনে শেল্টার ছিল। এক যুগ আগে এসব ভবন ভেঙে গেছে। এরপর আর কোনো বহুতল ভবন বা সাইক্লোন শেল্টার করা হয়নি।

৬ নম্বর ওয়ার্ডের শরীফ সওদাগর মার্কেটের পাশে জেলেপল্লীতে গিয়ে দেখা গেল, কয়েকজন জেলে জাল ঠিক করে নদীতে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছেন। তাঁদের পাশেই দুটি টিনশেড ঘর ভেঙে পড়েছে। ঘরের ওপর কয়েকটি গাছ।

৮ নম্বর ওয়ার্ডের মাহে আলমের ঘরের বেড়া ছাড়া নিচে আর কিছু নেই। মাহে আলমের স্ত্রী রহিমা বেগম মাটি দিয়ে ঘর ঠিক করছিলেন। তিনি বলেন, ‘বাঁইচা আছি এইডাই বড় কথা। ’

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

বিশ্ব ইজতেমার সার্বিক নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত থাকবে : স্বরাষ্ট্র মন্ত্রী

জেলার সব শহরে রেলের জন্য ওভারপাস করার নির্দেশ প্রধানমন্ত্রীর

রহস্যঘেরা দানবীর বাদল রহমানের মৃত্যুর ১ বছর আজ

কিশোরগঞ্জে বিভিন্ন দলের শতাধিক কর্মী সমর্থকের আওয়ামীলীগে যোগদান

কিশোরগঞ্জে শীতকালীন পিঠা উৎসব

কিশোরগঞ্জে মাজহারুন-নূর ফাউন্ডেশন’ ছয় কীর্তিমানকে সম্মাননা প্রদান

আগামীকাল শিশু একাডেমির শত শিশু শিল্পীর কন্ঠে ‘জয় বাংলা বাংলার জয়’

বরিশালে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

আগামীকাল মহান স্বাধীনতা ও জাতীয় দিবস

রাষ্ট্রপতির কাছে কুয়েত-নেপালের নতুন দূতের পরিচয়পত্র পেশ