নিজস্ব প্রতিনিধি
কমিউনিটি পুলিশিং ডে ২০২২ উপলক্ষ্যে কিশোরগঞ্জে বর্ণাঢ্য র্যালী,মতবিনিময় সভা,সনদ ও ক্রেস্ট বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে পুলিশ সুপার কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভসূচনা করা হয়।পরে বর্ণাঢ্য র্যালী শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।পরে ‘কমিউনিটি পুলিশের মূলমন্ত্র, শান্তি শৃঙ্খলা সর্বত্র ‘এ স্লোগানে পুলিশ লাইন ড্রিল শেডে জেলা পুলিশ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম বার। অনুষ্ঠানে মূখ্য আলোচক ছিলেন কিশোরগঞ্জ কমিউনিটি পুলিশিং এর সভাপতি,জেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান জিল্লুর রহমান।সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক সাইফুল হক মোল্লা দুলু।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোস্তাক সরকার এর পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন জেলা আ.লীগের সাধারণ সম্পাদক এম.এ আফজল,অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) নূরে আলম,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আল আমিন হোসাইন, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব সাংবাদিক মনোয়ার হোসাইন রনি,
এড.বিজয় শংকর রায়,পুজা উদযাপন পরিষদের সভাপতি এড.ভূপেন্দ্র ভৌমিক দোলন।এ সময়
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা আ.লীগের সভাপতি আওলাদ হোসেন,কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু যর গিফারি প্রমুখ।
কমিউনিটি পুলিশিং কার্যক্রমে বিশেষ অবদান রাখায় জেলার শ্রেষ্ঠ কমিউনিটি
পুলিশিং অফিসার (সিপিও) কিশোরগঞ্জ মডেল থানার ইন্সপেক্টর (ইন্টেলিজেন্স এন্ড কমিউনিটি পুলিশিং) মোবারক হোসেন ও জেলার শ্রেষ্ঠ কমিউনিটি
পুলিশিং সদস্য ইটনা সদর ইউনিয়ন ৭নং ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি নজরুল মিয়াকে ক্রেস্ট ও সম্মাননা প্রদান করা হয়। বেলা ১১ টায় পুলিশ লাইন্স ড্রিলশেডে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। বিকালে পুলিশ লাইন্স মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।