সাইফুল্লাহ সাইফ
বে-সরকারি উন্নয়ন সংস্হা এসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ (এডাব) এর বার্ষিক সাধারণ সভা-২০২২ অনুষ্টিত হয়েছে। গত ৩০ অক্টোবর রবিবার দুপুরে জেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ ইবাদুর রহমান বাদলের সভাপতিত্বে মূখ্য আলোচক হিসেবে উপস্হিত ছিলেন এডাব কর্মসূচী পরিচালক কাউসার আলম কনক। এডাব জেলা শাখার সাধারণ সম্পাদক মিজানুর রহমান রিপনের সঞ্চালনায় বক্তব্য রাখেন আর্পের পরিচালক মোঃ জাহাঙ্গীর ফকির, এআরডি’র নির্বাহী পরিচালক ফাহিমা আক্তার পলি, আরডিও’র নির্বাহী পরিচালক রুবিনা আক্তার রুবি, ব্র্যাস’র নির্বাহী পরিচালক সুমিত সাহা প্রমুখ।আলোচনায় অংশগ্রহন করেন তৃষ্ণা সমাজকল্যাণ সংস্হার নির্বাহী পরিচালক মোঃ তারিকুল আলম, ফেয়ার’র নির্বাহী পরিচালক মোঃ কামরুজ্জামান, আপো’র নির্বাহী পরিচালক এমদাদ উদ্দিন সবুজ, উইডু’র নির্বাহী পরিচালক মোঃ খাইরুল ইসলাম। আলোচনায় বিগত দিনে কার্যক্রম, সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি, গঠনতান্ত্রি পদ্ধতিতে নির্বাচন, সদস্য সাংখ্যাবৃদ্ধি, দিবস উদযাপন, সভা-সেমিনার, প্রশিক্ষণ কর্মশালা ও বর্তমান সরকারের এসডিজি বাস্তবায়নে প্রচার অভিযান সহ জনহিতৈষী কর্মপরিকল্পনা বাস্তবায়নে কথা তোলে ধরা হয়। ২য় পর্বে এডাব সিলেট বিভাগের সমন্ময়কারী মু বাবুল আখতার, দৈনিক শতাব্দীর কন্ঠ পত্রিকার বার্তা সম্পাদক এম এ আকবর খন্দকার ও তৃষ্ণা সমাজকল্যাণ সংস্হার নির্বাহী পরিচালক মোঃ তারিকুল আলম সমন্ময়ে নির্বাচন কমিশন গঠন করা হয়। ৩ সদস্য এ নির্বাচন কমিশনে সচ্ছতা, নিরপেক্ষতা ও গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন পরিচালনায় কন্ঠ ভোটে র্যাক-বিডি’র নির্বাহী পরিচালক মোঃ ইবাদুর রহমান বাদল সভাপতি, এফএইচপি’র নির্বাহী পরিচালক কৃষ্ণ চন্দ্র দাস সহ-সভাপতি, ওয়েপ’র নির্বাহী পরিচালক মোঃ মিজানুর রহমান রিপন সাধারণ সম্পাদক, এআরডি’র নির্বাহী পরিচালক,ফাহিমা আক্তার পলি নির্বাহী সদস্য, আরডিও’র নির্বাহী পরিচালক রুবিনা আক্তার রুবি নির্বাহী সদস্য, উইডু’র পরিচালক খাইরুল ইসলাম ও আপো’র নির্বাহী পরিচালক এমদাদ উদ্দিন সবুজ নির্বাহী সদস্য নির্বাচিত হন। এ সময় ৭ সদস্যের নির্বাহী সদস্য ও সাধারণ সদস্যদের সমন্বয়ে ৩ বছর মেয়াদী এডাব’র নতুন জেলা কমিটি গঠন করা হয়।