কিশোরগঞ্জের কুলিয়ারচরে বাস সি এনজি মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহিত। আহত হয়েছে ৪ জন। আজ রবিবার সকালে কিশোরগঞ্জ ভৈরব মহাসড়কের ছয়সূতি মাধুয়ারচর এলাকার দূর্ঘটনাটি ঘটে। প্রাথমিক ভাবে কারো পরিচয় পাওয়া যায় নি বলে জনিয়েছেন পুলিশ।
কুলিয়ারচর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন।
এলাকাবাসী সুত্রে আরো জানা যায়,ঢাকা থেকে ছেড়ে আসা সৌখিন বাসটি কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল আর সি এন জি টি যাচ্ছিল ভৈরবের দিকে। ছয়সূতি এলাকার মাধুয়ারচর এলাকায় বাস সি এন জি মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনা স্থলেই ১ নারী সহ ২ জন নিহিত হয়। এছাড়া অটো রিকশা চালক সহ ৪ জন আহত হয়েছেন। ৪ জনের ২ জন কে ভৈরব হাসপাতাল ও ২ জন কে স্থানিয় একটি বেসরকারী মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনা স্থলে উদ্ধার কাজ চালাচ্ছে।