কিশোরগঞ্জে শীতকালীন পিঠা উৎসব - Doinik Probaho
শুক্রবার , ৩০ ডিসেম্বর ২০২২ | ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

কিশোরগঞ্জে শীতকালীন পিঠা উৎসব

প্রতিবেদক
সাইফ
ডিসেম্বর ৩০, ২০২২ ১১:০৪ পূর্বাহ্ণ

প্রতিনিধি (কিশোরগঞ্জ):

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ঐতিহ্যবাহী আবহমান গ্রাম বাংলার পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকেলে উপজেলার চরকাওনা কারিগরি স্কুল ও কলেজের আয়োজনে এ পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।

চরকাওনা কারিগরি স্কুল ও কলেজের সভাপতি মো. তানভীর হাসানের সভাপতিত্বে পিঠা উৎসবের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজলিন শহীদ চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাকুন্দিয়া সরকারি কলেজের অধ্যক্ষ মো. কফিল উদ্দিন, নাক-কান-গলা বিশেষজ্ঞ ও সার্জন ডা. আব্দুস সামাদ, জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বুলবুল আহাম্মেদ, হোসেনপুর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, চরকাওনা কারিগরি স্কুল ও কলেজের সুপারিন্টেন্ডেন্ট হামিদা খাতুন, প্রোভেট রিসোর্স লিমিটেডের পরিচালক ডা. শামীম আহমেদ, চরকাওনা কারিগরি স্কুল ও কলেজের প্রতিষ্ঠাতা ও শিক্ষক মো. শফিকুল ইসলাম প্রমুখ।

কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী গ্রাম বাংলার বাহারি জাতের পিঠা।শীতকালে পিঠার উৎসবের এমন আয়োজনের প্রশংসা কুড়াচ্ছেন চরকাওনা কারিগরি স্কুল ও কলেজের শিক্ষক শিক্ষার্থীরা।পিঠা উৎসবের ৯টি স্টলে ৭২জাতের পিঠার আয়োজন ছিলো।মুখরোচক শীতকালীন পিঠা সহ ঝাল মিষ্টি বিভিন্ন ধরনের পিঠা উৎসবের আমেজ দ্বিগুন বাড়িয়ে দিয়েছে।পিঠা উৎসবে আসা সাধারণ মানুষেরা স্টল থেকে স্বল্প মূল্যে পিঠা কিনে খেতে পেরে আনন্দ প্রকাশ করেছে।

সর্বশেষ - লিড নিউজ