তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি
সন্তানকে একজন আন্তর্জাতিক মানের ফুটবলার হিসাবে গড়ে তুলতে পিতার চেষ্টার কমতি নেই। জীবনের শ্রম, ঘাম, সখ উপার্জন সবই কিশোর ফুটবলার সন্তান সানজিদের জন্য। তাড়াইল উপজেলা সদরের সাইফুল মিয়ার অর্থনৈতিক সমস্যা থাকার কারণে তাড়াইল উপজেলা নির্বাহি অফিসার লুবনা শারমিন ও তাড়াইল উপজেলা পরিষদের চেয়ারম্যান জহিরুল ইসলাম ভূঁইয়া শাহিন কিশোর ফুটবলার সানজিদকে ৫ হাজার টাকার চেক প্রদান করেছেন।
খেলাধুলার পাশাপাশি পঞ্চম শ্রেণীতে ভালো রেজাল্ট করায় সানজিদ ভূইয়া ৬ষ্ট শ্রেণীতে ভর্তি হওয়ার জন্য এই ৫০০০ টাকার চেক দিয়েছেন বলে জানাগেছে। এতে পিতা সাইফুল ইসলাম খুশি হয়ে ছুটে আসেন সাংবাদিকের কাছে।
সাইফুলের স্বপ্ন ছেলে সানজিদ হবে বিশ্ব মানের ফুটবলার আর সানজিদের স্বপ্ন একদিন পিতার হাতে তুলে দিবে গৌরবময় যত পুরস্কার। তাড়াইলের সানজিদ হবে আন্তর্জাতিক মানের খেলোয়ার তার গ্রামের মানুষ দেখবে টিভির পর্দায় এই প্রত্যাশা এলাকাবাসীর।