কিশোরগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ।
মঙ্গলবার (৩ জানুয়ারি) বিকাল ৩ ঘটিকায় কালেক্টরেট সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ গণমাধ্যমকর্মীদের সাথে পরিচিত হন এবং জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালে সাংবাদিকদের সহযোগিতা ও পরামর্শ কামনা করেন।
এসময় সভায় উপস্থিত সাংবাদিক ও নেতৃবৃন্দ নবাগত জেলা প্রশাসককে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং পেশাগত দায়িত্ব পালনে তার আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করেন।
মতবিনিময় সভায় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) মোহাম্মদ হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ গোলাম মোস্তফা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) উপসচিব মো. নূরুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এটিএম ফরহাদ চৌধুরী, ডেইলি কিশোরগঞ্জ টাইমস এর সম্পাদক এবি এম লুৎফর রশিদ রানা, কিশোরগঞ্জ প্রেসক্লাবের সদস্য সচিব সাংবাদিক মনোয়ার হোসাইন রনি প্রমুখ উপস্থিত ছিলেন।
গত ৭ ডিসেম্বর কিশোরগঞ্জের জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন মোহাম্মদ আবুল কালাম আজাদ। তিনি ২৫ বিসিএস ব্যাচের একজন কর্মকর্তা। তার নিজ জেলা ময়মনসিংহ।