মাদারীপুরে শৈত্যপ্রবাহ আর হিমেল হাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে, জেঁকে বসা শীতের কারণে সবচেয়ে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষজন

জেলার আবহাওয়া অফিস সূত্র জানায়, গত এক সপ্তাহে তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে, ফলে দিনের বেশির ভাগ সময় কুয়াশায় ঢেকে থাকে চারপাশ
এক সপ্তাহেও দেখা মেলেনি সূর্যের, শীতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষেরা, কুয়াশার চাদরে চারপাশ ঢেকে থাকায় স্বাভাবিক কাজকর্মে বিঘ্ন ঘটছে, ঠাণ্ডা থেকে রেহাই পেতে গরম কাপড় পড়ে কাজে নেমে পড়েছেন অনেকে
তবে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য বিভাগ,
মাদারীপুর সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার ডা. শাওলীন আফরোজা বলেন, ‘বেশ কয়েক দিন ধরে প্রচুর ঠাণ্ডা পড়েছে, শিশু-বৃদ্ধদের রোগবালাইয়ের হাত থেকে বাঁচতে পরিবারের লোকজনের বেশি সতর্ক থাকতে হবে, গরম পোশাক পড়ার পাশাপাশি গরম পানি ও গরম খাবার খাওয়ার পরামর্শও দেন এই চিকৎসক
‘
মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাইনউদ্দিন বলেন, ‘শীতার্ত মানুষের জন্য বেশ কিছু কম্বল বরাদ্দ পাওয়া গেছে, যার বিতরণ কার্যক্রম এরই মধ্যে শুরু হয়েছে, তালিকা করে অসহায় মানুষকে এই শীতবস্ত্র দেওয়া হচ্ছে,’