রাঙ্গামাটি জেলা প্রতিনিধি :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আজ ১০ জানুয়ারি রাঙ্গামাটিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০টায় রাঙ্গামাটি জেলা, পৌর শাখা, সদর উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি দীপক চাকমার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুখময় চাকমার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক মোঃ ইসহাক, সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক অভয় প্রকাশ চাকমা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনছুর আলী, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক উদয় শংকর চাকমা, জেলা যুবলীগের সভাপতি ও পৌরসভা মেয়র মোঃ আকবর হোসেন চৌধুরী, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ কাজল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ শাওয়াল উদ্দিন, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি উদয়ন বড়ুয়া, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা, সদর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুপায়ন চাকমা, পৌর ছাত্রলীগের সভাপতি মোঃ আলাউদ্দিন প্রমূখ।
আলোচনা সভার আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়।