নিউজ ডেস্ক
কিশোরগঞ্জ জেলার ইটনা থানার এসআই লুৎফর রহমান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় ১৩ জানুয়ারী ২০২৩ খ্রি: ইটনা থানা এলাকায় মাদক উদ্ধার অভিযানে চেকপোস্ট ডিউটি পরিচালনা করাকালে ইটনা থানাধীন ইটনা জেটিঘাট সংলগ্ন বাবুল মিয়ার চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে আসামি ১। মোঃ জসিম উদ্দিন (৩৮), পিতা- মৃত আঃ মজিদ ভূইয়া, সাং- দজনগর, ২। মোছাঃ লুৎফা আক্তার (৩৬), স্বামী- আনোয়ার হোসেন, সাং- দজনগর, ৩। আসমা আক্তার (৩৪), স্বামী- হেলাল মিয়া, সাং- মলুগ্রাম, সর্বথানা- কসবা, জেলা- ব্রাক্ষনবাড়ীয়াদেরকে আটক করে এবং তাদের প্রত্যেকের হেফাজত হতে ব্যাগের ভিতর রক্ষিত ১০ (দশ) কেজি করে সর্বমোট (১০X৩)=৩০ (ত্রিশ) কেজি গাঁজা উদ্ধার করে সকাল ০৮.৩৫ ঘটিকায় জব্দ তালিকামুলে জব্দ করে হেফাজতে নেন। এ ঘটনায় ইটনা থানায় আসামিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।