নিজস্ব প্রতিনিধি:
কিশোরগঞ্জে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (১৩ জানুয়ারি) বিকালে কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের জালুয়াপাড়া শিয়ালমারা বন্দে এই ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদ প্রতিযোগিতার আয়োজন করে। ঘোড়া দৌড় দেখতে হাজার হাজার জনতা সেখানে দেখতে যান ।
ঘোড়া দৌড় প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঘোড়া দৌড় উপভোগ করেছেন কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি।
সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মামুন আল মাসুদ খান।
এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সিদ্দিকী, ভাইসচেয়ারম্যান মো. আব্দুস সাত্তার, মহিলা ভাইসচেয়ারম্যান মাসুমা আক্তার, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম শরীফ প্রমুখ ।
কিশোরগঞ্জ-১ (সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি এমপি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।