ডেস্ক রিপোর্ট:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত পরিদর্শন করেছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্যগণ।
শুক্রবার (১৩ জানুয়ারি) বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্যরা ৩৪ বিজিবির অধীনস্থ ঘুমধুম সীমান্ত এলাকা পরিদর্শন করেন। এসময় তারা ঘুমধুম ফ্রেন্ডশিপ ব্রিজের কাছে মিয়ানমার বিজিপির সাথে কুশালাদি বিনিময়সহ মিষ্টি বিতরণ করেন।
পরিদর্শনকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বেনজীর আহমেদ এমপির সাথে ঢাকা-২০, সংসদ সদস্য মো. হাবিবুর রহমান, বগুড়া-৫, সংসদ সদস্য শামসুল আলম দুদু জয়পুরহাট ১, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান এবং কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ, কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নাজমু-উজ সাকিব ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বিজিবি’র মহাপরিচালক এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্যরা ঘুমধুম বিওপি পরিদর্শনের সময় সৈনিকদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে জিজ্ঞাসাবাদ ও তাদের সাথে কুশালাদি বিনিময় করেন।