ডেস্ক রিপোর্ট:
ঢাকার টঙ্গি এলাকায় বিশ্ব ইজতেমা থেকে চুরি হওয়া ৪৯টি মোবাইল ফোন উদ্ধার করেছে বগুড়ার শাজাহানপুর থানা পুলিশ। একই সঙ্গে সোহাগ হোসেন ওরফে ছোট বুদে (২৪) নামের চোর চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়।
সোহাগ বগুড়া সদর উপজেলার চেলোপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে।
সোমবার (১৬ জানুয়ারি) বিকেলে শাজাহানপুর থানায় সংবাদ সম্মেলনে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার শরাফত হোসেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ জানতে পারে বেশ কিছু চোরাই মোবাইলসহ এক চোর শাজাহানপুর উপজেলার বড়পাথার এলাকায় আত্মগোপন করে আছে। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ৪৯টি চোরাই মোবাইলসহ চোর চক্রের সদস্য সোহাগ হোসেনকে গ্রেপ্তার করা হয়। বিশ্ব ইজতেমায় আসা ধর্মপ্রাণ মানুষের কাছ থেকে এই মোবাইলগুলো চুরি করা হয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। জড়িত চোর চক্রের অপর সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, গ্রেপ্তারকৃত সোহাগ হোসেনের বিরুদ্ধে ডাকাতি প্রস্তুতি ও মাদকসহ সাত মামলা রয়েছে। মোবাইল চুরির ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।