আন্তর্জাতিক ডেস্ক
ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি কিয়েভের একটি উপশহরে একটি স্কুলের পাশে ভেঙে পড়ে
ইউক্রেনে রাজধানী কিয়েভের কাছে এক হেলিকপ্টার দুর্ঘটনায় দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ডেনিস মনাস্টিরস্কিসহ মোট ১৬ জন নিহত হয়েছেন।
বুধকার স্থানীয় সময় সকালে কিয়েভের একটি উপশহর ব্রোভারির আবাসিক এলাকায় একটি শিশুদের স্কুলের কাছে হেলিকপ্টারটি ভেঙে পড়ে।
এতে নিহতদের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী মনাস্টিরস্কি ছাড়াও তার ডেপুটি, মন্ত্রণালয়ের আরো কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা এবং কিন্ডারগার্টেন স্কুলের তিনটি শিশু রয়েছে বলে খবরে বলা হচ্ছে।
নিহতের সংখ্যা প্রথমে ১৮ জন বলা হলেও পরে তা ১৬ বলে নিশ্চিত করে কর্তৃপক্ষ।
মি. মনাস্টিরস্কি এবং অন্যরা হেলিকপ্টারে করে এমন একটি জায়গায় যাচ্ছিলেন যেখানে যুদ্ধ চলছে। তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির মন্ত্রিসভার একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন, এবং ২০২২ সালের ফেব্রুয়ারিতে সেদেশে রুশ অভিযানের পর থেকে ক্ষেপণাস্ত্র হামলায় হতাহতদের ব্যাপারে তথ্য জানাতেন।
এখন পর্যন্ত এটিকে একটি দুর্ঘটনা বলেই মনে করা হচ্ছে ।
এ ঘটনায় নিহতদের মধ্যে হেলিকপ্টারের আরোহীদের সবাই আছেন এবং বাকিরা মাটিতে ছিলেন। হেলিকপ্টারটি ভেঙে পড়ার পর স্কুল ভবনটির আশপাশে আগুন ধরে যায়। সূত্রঃ বিবিসি