:: নিজস্ব প্রতিবেদক ::
কিশোরগঞ্জে মুক্তিযোদ্ধা সংসদে পুলিশ সুপারের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১জানুয়ারি) সকালে কিশোরগঞ্জ জেলা শহর মুক্তিযোদ্ধা সংসদ,কিশোরগঞ্জ জেলা ইউনিট কামান্ডের আয়োজনে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ পিপিএম (বার) কে বীর মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে শুভেচ্ছা প্রদান করা হয়।
অতঃপর তিনি উপস্থিত জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সাথে পরিচিত হন এবং কুশলাদি বিনিময় করেন।
মুক্তিযোদ্ধাগণ নানা বিষয়ে তাদের মতামত তুলে ধরেন। পুলিশ সুপার জাতির শ্রেষ্ঠ সন্তানদের মতামতের প্রেক্ষিতে নানান সমস্যাবলী সমাধানের সর্ব্বোচ্চ চেষ্টা করবেন বলে তাঁদের আশ্বস্থ করেন।
জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আসাদউল্লাহর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, জেলা মুক্তিযোদ্ধা ডিপুটি কমান্ডর আবদুল মান্নান, নাসির উদ্দিন ফারুকী, বাসির উদ্দিন ফারুকী, ভূপাল নন্দী মুকিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের জেলা সমন্বয়কারী মনোয়ার হোসাইন রনী, সদর উপজেলা কমান্ডের আহবায়ক সেলিম আহমেদসহ প্রায় শতাধিক মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।
এছাড়াও অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সাংবাদিক এম এ উবায়েদ ও সাংবাদিক সাইফুল্লাহ সাইফ প্রমুখ।