মোজাম্মেল হক লিটন, নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর চাটখিল উপজেলার ১নং শাহাপুর ইউনিয়নে শনিবার সকালে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এসব কম্বল বাংলাদেশ মানবাধিকার কমিশন ও জাতীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের নোয়াখালী জেলা সভাপতি এবং কচুয়া আহমদিয়া ফাজিল মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য সাংবাদিক মোঃ গোলাম সারোয়ার জুয়েল তার ব্যক্তিগত অর্থায়নে বিতরণ করেন। কম্বল বিতরণ পূর্বক অনুষ্ঠানে তিনি জানান, নোয়াখালী জেলার বিভিন্ন হতদরিদ্র পরিবারের মাঝে তিনি ১৫ জানুয়ারি (রবিবার) থেকে ১হাজার কম্বল বিতরণের কার্যক্রম শুরু করেছেন। (শনিবার) তার নিজ বাড়ি চাটখিল উপজেলার ১নং শাহপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড বড় বাড়ি হইতে বিভিন্ন গ্রামের হতদরিদ্র পরিবারের মাঝে কম্বল বিতরণের মাধ্যমে এই কার্যক্রম শেষ হয়েছে। তিনি উপস্থিতিদের জানান, তার স্বপ্ন তার বাবা সাবেক ব্যাংক কর্মকর্তা মোঃ নুরুন নবী ও মা মারজাহান বেগমের নামে একটা ট্রাষ্ট প্রতিষ্ঠা করে সমাজের অসহায়দের পাশে থাকার। এই লক্ষ্যে তিনি কাজ করছেন বলেও জানান। এসময় তিনি আরো বলেন, এসব কাজে তাকে আর্থিক সহযোগিতা করেন রামগঞ্জ উপজেলার ৮ নং করপাড়া ইউনিয়নের অধ্যাপক ডাঃ বিজয় কৃষ্ণ দাস। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলার মানবাধিকার কমিশন এর দপ্তর সম্পাদক, সাংবাদিক কল্যাণ সংগঠন কেন্দ্রীয় কমিটির উপ-ধর্ম বিষয়ক সম্পাদক ও চাটখিল প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মোজাম্মেল হক লিটন, নোয়াখালী জেলা বাংলাদেশ মানবাধিকার কমিশনের সাংগঠনিক সম্পাদক ডাঃ মাইন উদ্দিন সবুজ, বিশিষ্ট ব্যবসায়ী মনির হোসেন প্রমুখ।