ডেস্ক রিপোর্ট :
ডেস্ক রিপোর্ট
নাশকতা মামলায় গ্রেপ্তার হওয়া সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও পরিবহন শ্রমিক নেতা আলী আকবর রাজনের মুক্তির দাবিতে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডেকেছে সিলেট জেলা পরিবহন ঐক্য পরিষদ। সোমবার (২৩ জানুয়ারি) ভোর থেকে দাবি না মানা পর্যন্ত সিলেট জেলায় অনির্দিষ্টকালের এ ধর্মঘট পালিত হবে।
রাজন সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন সিলেট জেলা ও বিভাগীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক।
বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন সিলেট জেলা বাস, মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মইনুল ইসলাম। তিনি বলেন, ‘দেড় মাস ধরে পরিবহন শ্রমিক নেতা আলী আকবর রাজন কারাবন্দী। তাকে জামিন দেওয়া হচ্ছে না।’
তবে ‘অ্যাম্বুল্যান্স, বিয়ের যাত্রী, বিদেশযাত্রী, পরীক্ষার্থী, প্রাইভেট গাড়ী ধর্মঘটের আওতামুক্ত থাকবে।’
প্রসঙ্গত, সিলেট জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তিনি সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন। গত বছরের ৭ ডিসেম্বর সিলেট নগরের সুরমা মার্কেট এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।