নিউজ ডেস্ক
জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলের ডিসি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ডিসি সম্মেলন উদ্বোধনের পর ডিসিদের সঙ্গে মুক্ত আলোচনায় বসবেন সরকারপ্রধান। একই দিন প্রধানমন্ত্রীর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে কার্য-অধিবেশন শুরু হবে। এতে প্রধানমন্ত্রীর কার্যালয় ও এর অধীন সংস্থাগুলোর বিষয় নিয়ে আলোচনা হবে।
এরপর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ডিসিরা রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে চলে যাবেন। সেখানে সম্মেলনের কার্য-অধিবেশন অনুষ্ঠিত হবে। প্রথম দিনের কার্য-অধিবেশন শেষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রীর সৌজন্যে আয়োজিত নৈশ ভোজে অংশ নেবেন ডিসিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
গতবারের সম্মেলনে মোট ২৪২টি প্রস্তাব জমা পড়ে ছিল। এর মধ্যে ১৭৭টি প্রস্তাব বাস্তবায়ন করা হয়েছে। করোনাভাইরাস মহামারির কারণে দুই বছর ডিসি সম্মেলন হয়নি। এরপর গত বছর ১৮-২০ জানুয়ারি ডিসি সম্মেলন হয়।
এবারের সম্মেলনে মোট ২৬টি অধিবেশন থাকবে। এর মধ্যে ২০টি অধিবেশন থাকবে বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে। এসব অধিবেশনের জন্য জেলা প্রশাসকরা মোট ২৪৫টি প্রস্তাব জমা দিয়েছেন। সর্বোচ্চ ২৩টি প্রস্তাব জমা পড়েছে স্বাস্থ্যসেবাসংক্রান্ত। ভূমিসংক্রান্ত প্রস্তাব জমা পড়েছে ১৫টি। এবারের সম্মেলনে সর্বোচ্চ অগ্রাধিকার পাবে ভূমি ব্যবস্থাপনার বিষয়টি। এ ছাড়া আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম জোরদারকরণ, দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমের মতো বিষয়গুলো নিয়েও আলোচনা হবে।