মোঃ নাঈমুজ্জামান নাঈম, কুলিয়ারচর :
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ের বাস্তবায়নে সালুয়া ইউনিয়নের চর কামালপুর এলাকায় রাস্তার উন্নয়ন কাজ উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া ইসলাম লুনা।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি, ২০২৩ খ্রিঃ) বিকেল তিনটায় চর কামালপুর উত্তরপাড়া হাজী মাহমুদের বাড়ির মোড় হইতে আব্দুল্লাহ পুর পাকা রাস্তা পর্যন্ত এইচবিবি করণ (২য় পর্যায়) প্রকল্পের ইটের সলিং রাস্তার কাজ উদ্বোধন করা হয়।
স্থানীয়রা জানান, দীর্ঘ প্রতীক্ষার পর গ্রামীণ এ মাটির রাস্তাটি টেকসই করণের লক্ষে ইউপি চেয়ারম্যান মোহাম্মদ কাইয়ুম এর ভূমিকা অপরিসীম। তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের সাথে নিয়ে আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সালুয়া ইউনিয়নের বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন ওয়ার্ডে রাস্তার উন্নয়ন কাজের মাধ্যমে সাধারণ মানুষের প্রকৃত সেবকের পরিচয় দিচ্ছেন মোহাম্মদ কাইয়ুম চেয়ারম্যান।
এসময় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ কাইয়ুম বলেন, বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতেই রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। তিনি সামনের দিনগুলোতে এ ইউনিয়নে উন্নয়নমূলক কাজ করতে সকলের সহযোগিতা কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওমর ফারুক, স্থানীয় ইউপি সদস্য আলি আকবর, সালুয়া ইউপি সচিব মোঃ মানিক মিয়া, রাস্তাটির ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মা এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী মোঃ হারুন মিয়া, সাবেক ইউপি সদস্য মোঃ হুমায়ুন কবির, ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলাল উদ্দিন ও সাধারণ সম্পাদক গোলাপ মিয়াসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ।