নিজস্ব প্রতিনিধি
কিশোরগঞ্জে জেলা পর্যায়ে শেখ কামাল আন্ত:স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের আয়োজনে ও কিশোরগঞ্জ জেলা প্রশাসনের সহযোগিতায় কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে শেখ কামাল আন্ত:স্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিকস প্রতিযোগিতা ২০২৩ এর শুভ উদ্বোধন করা হয়।
এবারের আয়োজনে বিভিন্ন ইভেন্টে কিশোরগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার স্কুল ও মাদ্রাসা অংশগ্রহণ করছে। অনুষ্ঠানে কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন।
–
এতে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ আফজাল, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ গোলাম মস্তোফা, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি ফারজানা খানম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সিদ্দিকী, কিশোরগঞ্জ পৌর মেয়র মাহমুদ পারভেজ, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোঃ আসাদ উল্লাহ প্রমুখ।
এছাড়াও উক্ত আয়োজনের সাথে সম্পৃক্ত কর্মকর্তা, প্রশাসনের কর্মকর্তাগণ,ক্রীড়ামোদী, সহযোগীগণ এবং অনলাইন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।