নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
ময়মনসিংহ সদর উপজেলার চুরখাই গ্রামে বাবা ও ছেলেকে হত্যার মামলার চার আসামিকে গ্রেপ্তার করেছে ময়মনসিংহের র্যাব-১৪। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) ঢাকার সাভার ও গাজীপুর জেলার জয়দেবপুর থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার সকালে সদর দপ্তরে সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের বিষয়টি অবহিত করে র্যাব-১৪।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- চুরখাই গ্রামের কামাল হোসেন (৫২), মোসা. জাহানারা (৪০), মো. নাঈম (১৯) ও আসামি কামাল হোসেনের ১৫ বছর বয়সী ছেলে।
র্যাবের সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, গ্রেপ্তারকৃত আসামিরা বাবা-ছেলে হত্যার সঙ্গে নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করেছেন। গ্রেপ্তারের পর শুক্রবারই আসামিদের কোতয়ালী থানায় পাঠিয়ে দেওয়া হয়।
জমি সংক্রান্ত বিরোধের জের ধরে গত গত বুধবার বিকালে ময়মনসিংহ সদর উপজেলার চুরখাই গ্রামের আবুল খায়ের (৬০) ও তার ছেলে ফরহাদ হোসেনকে ছুরিকাঘাতে হত্যা করেন একই গ্রামের কামাল হোসেন ও তার সহযোগীরা। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে নিহত আবুল খায়েরের ছেলে রিফাত হোসেন বাদী হয়ে ময়মনসিংহ কতোয়ালি মডেল থানায় মামলা করেন। মামলায় মোট সাতজনকে আসামি করা হয়েছে। এ আসামির মধ্যে চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব।