নিজস্ব প্রতিনিধি
“শিক্ষা নিয়ে গড়ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ” এ প্রতিপাদ্যে “কাারিগরি শিক্ষার অবদান বেকার সমাস্যা সমাধান” শ্লোগানে ৫ ফেব্রুয়ারি রবিবার দুপুরে কিশোরগঞ্জ সদরের বিন্নাটি ইউনিয়নে আব্দুল গণি কারিগরি স্কুল এন্ড কলেজে বাৎসরিক মিলাদ ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মসিউর রহমান হুমায়ূন। কারিগরি কলেজ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ মোঃ আব্দুল গনির সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক সামছুল ইসলাম খান মাসুম, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিস বেগম, কেন্দ্রীয় কৃষক লীগের নির্বাহী সদস্য আকতারুজ্জান শিপন, জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক ফয়েজ ওমান প্রমুখ। বক্তরা জেলা সদরের প্রত্যন্ত এলাকায় কারিগরি কলেজটি উন্নয়নে প্রধান অতিথি মশিউর রহমান হুমায়ূন প্রদত্ত অনুদানের কথা তুলে ধরেন। ইতিপূর্বে কলেজটি এমপিও ভুক্ত করে শিক্ষক- শিক্ষার্থী ও অবহেলিত এলাকার শিক্ষারমান একই সাথে স্থানীয় জনগনের জীবন যাত্রার মান উন্নয়নে প্রধান অতিথি দেওয়া বিশেষ সহায়তা বিষয়টি কৃতজ্ঞচিত্ত স্বরণ করেন।