ইউপি সদস্য হত্যা মামলায় ৩ জনের ফাঁসি - Doinik Probaho
মঙ্গলবার , ৭ ফেব্রুয়ারি ২০২৩ | ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

ইউপি সদস্য হত্যা মামলায় ৩ জনের ফাঁসি

প্রতিবেদক
সাইফ
ফেব্রুয়ারি ৭, ২০২৩ ১২:১৩ অপরাহ্ণ
ইউপি সদস্য হত্যা মামলায় ৩ জনের ফাঁসি

কিশোরগঞ্জের কটিয়াদীতে ইউনিয়ন পরিষদ সদস্য হত্যা মামলায় আদালত তিনজনকে ফাঁসি ও একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। মঙ্গলবার ৭ফেব্রুয়ারি দুপুরে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. জান্নাতুল ফেরদৌস ইবনে হক এই রায় দেন।

একই সঙ্গে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিকে ১লাখ টাকা আর্থিক জরিমানার আদেশ দিয়েছেন বিচারক। রায় ঘোষণার আগে একজন অভিযুক্ত মৃত্যুবরণ করায় মামলা থেকে তাকে আগেই অব্যাহতি দেয় আদালত। রায় ঘোষণার সময় অন্য আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, কটিয়াদী উপজেলার করগাঁও ইউনিয়নের মধ্য ভাট্টা গ্রামের মৃত সিন্দু ভূঁইয়ার ছেলে মো. ফোরকান ভূঁইয়া (৪৮), জমশেদ ভূঁইয়ার ছেলে মো. শাহেদ ভূঁইয়া (৩৪) ও মৃত ধলু ভূঁইয়ার ছেলে মো. এ্যাংগু ভূঁইয়া (৫৮)। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি হলেন একই এলাকার জমশেদ ভূঁইয়ার ছেলে মো. মোস্তফা ভূঁইয়া (৪৬)।

মামলার বিবরণ থেকে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে ২০১৩ সালের ২৯ আগস্ট রাত ৯ টার দিকে কটিয়াদী উপজেলার করগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য রফিকুল ইসলাম ওরফে রতন ভূঁইয়া ভাট্টা নতুন বাজার থেকে বাজার করার পরে প্রতিবেশি লোকজনের সঙ্গে গল্পগুজব করে বাড়িতে ফিরছিলেন।

বাড়ির উত্তর পার্শ্বে কাঁচা রাস্তায় পৌঁছা মাত্রই ফোরকান ভূঁইয়ার লোকজন দা, লাঠি,ছুরি, চাপাতি, লোহার রড নিয়ে রতনকে ঘেরাও করে। ফোরকান ভূইয়ার হুকুমে তারা রতনের উপর অতর্কিত হামলা করে। ফোরকান, জামশেদ, শাহেদ ও এংগু তাদের হাতে থাকা দা, চাপাতি দিয়ে রতনের মাথায় এলোপাতারি কুপিয়ে রক্তাক্ত জখম করে। রতন মাটিতে পড়ে গেলেও তারা লোহার রড দিয়ে পিটাতে থাকে।

এতে রতনের শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। রতন ভূঁইয়াকে উদ্ধার করে প্রথমে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থা অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হামলার ৬ দিন পর ৫ সেপ্টেম্বর তার মৃত্যু হয়।

নিহত রতন ভূঁইয়া হাসপাতালে চিকিৎসাধীন থাকার সময় তার চাচতো ভাই আনার ভূঁইয়া ৩০ আগস্ট কটিয়াদী মডেল থানায় এ হামলার ঘটনায় একটি মামলা করেন।মৃত্যুর পর পরবর্তীতে এটি হত্যা মামলায় গড়ায়।

এরপর তদন্ত শেষে কটিয়াদী থানার তৎকালীন এসআই রাখাল দেবনাথ ২০১৪ সালের ৮ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এই পূর্বপরিকল্পিত হত্যা মামলার রায় ঘোষণা করেন।

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (ভারপ্রাপ্ত) জজ্ঞেশ্বর রায় বলেন, মামলার রায়ে আমরা সন্তুষ্ট। এ রায়ের মাধ্যমে আবারও ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

পাকুন্দিয়া নির্বাচন পরবর্তী সহিংসতায় বাড়িঘরে হামলা

অবলা নারী

কিশোরগঞ্জে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বিতরণ

দেশীয় সংস্কৃতির উপাদান সংগ্রহ করে দেশ-বিদেশে ছড়িয়ে দিতে রাষ্ট্রপতির আহ্বান

টাকা ছাড়া মেলে না সেবা দালালের নিয়ন্ত্রণে “কিশোরগঞ্জ পাসপোর্ট অফিস “

কিশোরগঞ্জে শিবিরের ২১ কর্মী-সমর্থক আটক

আওয়ামীলীগের মহাসমাবেশে কৃষিবিদ মশিউর রহমান হুমায়ূনের নেতৃত্বে কিশোরগঞ্জের জেলা সদর ও হোসেনপুরের আওয়ামীলীগের হাজার হাজার নেতা কর্মীরা ঢাকার রাজপথে

আসছে নতুন নাটক ”ভুল করে প্রেম”

সুমন রবিদাস থেকে ইসলাম গ্রহণে ইব্রাহিম খলিলুল্লাহ

মিঠামইন উপজেলায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ করেছেন রেজওয়ান আহমেদ তৌফিক এমপি