জগন্নাথপুরের হাওরে বেড়িবাঁধ এর অনেক প্রকল্পের কাজ শুরু হয়নি,কৃষকেরা আতঙ্কিত - Doinik Probaho
শনিবার , ১১ ফেব্রুয়ারি ২০২৩ | ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশজুড়ে
  14. ধর্ম
  15. নারী ও শিশু

জগন্নাথপুরের হাওরে বেড়িবাঁধ এর অনেক প্রকল্পের কাজ শুরু হয়নি,কৃষকেরা আতঙ্কিত

প্রতিবেদক
সাইফ
ফেব্রুয়ারি ১১, ২০২৩ ৫:৫৩ পূর্বাহ্ণ

হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ

জগন্নাথপুরে হাওরের বোরো ফসল রক্ষা বেড়িবাঁধ নির্মাণ সংস্কার ও মেরামতের কাজ শেষের মেয়াদ আর মাত্র ১৮ দিন বাকী। অথচ এখনো অনেক প্রকল্পের কাজ আদোও শুরু হয়নি। যার ফলে কৃষক কূল হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন।
আজ ১০ ই ফেব্রুয়ারী রোজ শুক্রবার সকালে সরেজমিনে হাওর ঘুরে দেখা গেছে ও জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার হাওর গুলোতে পিআইসি কমিটির মাধ্যমে কিছু বেড়িবাঁধ প্রকল্পে নির্মাণ সংস্কার ও মেরামতের কাজ চলছে।তবে কাজের অগ্রগতি সন্তোষজনক নয়। নিয়মানুযায়ী বিগত ২০২২ সালের ১৫ ই ডিসেম্বর থেকে হাওরের বোরো ফসল রক্ষা বেড়িবাঁধ এর নির্মাণ সংস্কার ও মেরামতের কাজ শুরু করে চলমান ২৮ শে ফেব্রুয়ারী কাজ শেষ করার কথা থাকলেও আজও অবদি অনেক প্রকল্পে কাজ শুরই হয়নি। বিশেষ করে বিগত বোরো মৌসুমে অকাল বন্যার ঝুঁকিতে থাকা উপজেলার নলুয়ার হাওরের ভূরাখালী স্লুইসগেট এর সামন এর প্রকল্পের (বেড়িবাঁধ) ঝুঁকিপূর্ণ অংশে আজো অবদি এখনো কাজ শুরু হয়নি। এছাড়াও আলাখনারপাড় ২৪ নং প্রকল্প ও ভাঙাবাড়ী ৪১ নং প্রকল্পের কাজ শুরু হয়নি। যার ফলে কৃষকদের মধ্যে হতাশা বিরাজ করছে, কেননা বৃষ্টি -বাদল এর দিনক্ষণ সমাগত। সবার মনে একটাই প্রশ্ন সময়মতো সঠিকভাবে বেড়িবাঁধ এর কাজ সম্পন্ন হবে কিনা।
কৃষক ও পাউবো সুত্রে জানাযায়, ২০১৭ সালে হাওরের বোরো ফসল রক্ষা বেড়িবাঁধ ভেঙে ফসল ডুবির পর হাওরের ফসল রক্ষায় ঠিকাদারি প্রথা বাতিল করে জনপ্রতিনিধি ও বাঁধ এলাকার কৃষকের সমন্বয়ে প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) গঠন করে ফসল রক্ষা বেড়িবাঁধ এর কাজ করা হচ্ছে।
এবিষয়ে কৃষক জহিরুল ইসলাম, আব্দুল আলীম ও সিরাজ মিয়া সহ একাধিক কৃষক একান্ত আলাপকালে তাদের অভিপ্রায় ব্যাক্ত করতে গিয়ে বলেন,আমরা এবার হাওরের বোরো ফসল রক্ষা বেড়িবাঁধ নিয়ে চিন্তিত। কেননা এখন পর্যন্ত কোনো প্রকল্পের কাজ সন্তোষজনক নয়। বিগত বছর ভূরাখালী এলাকায় দুটি ও ভেটুখালী সহ বেশ কয়েকটি প্রকল্পের বাঁধে ফাটল দেখা দিলে হাওরের ফসল ঝুঁকিতে পড়ে। পরে এলাকার কৃষকেরা স্বেচ্ছাশ্রমে দিনরাত কাজ করে বাঁধ গুলো রক্ষা করেন। গেল বছরের ন্যায় এবারো হাওরের বোরো ফসল রক্ষা বেড়িবাঁধ এর কাজে চরম অবহেলা ও দায়িত্ব হীনতা রয়েছে। এতে করে আমাদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। কৃষক কূল এর কথা মাথায় রেখে সঠিক তদারকির মাধ্যমে কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।
এব্যাপারে পানি উন্নয়ন বোর্ড এর জগন্নাথপুর উপজেলা উপ-সহকারী প্রকৌশলী (এসও)মোহাম্মদ হাসান গাজী বলেন, জগন্নাথপুর উপজেলায় এবার ৪৭ টি প্রকল্প গ্রহণ করা হয়েছে। তমধ্যে দুটি প্রকল্পের কাজ শুরু হয়নি। ২৪ নং প্রকল্পের সভাপতি অব্যাহতি নেওয়ায় নতুন কমিটি গঠন প্রক্রিয়াধীন রয়েছে। ৪১ নং প্রকল্পে মাটি উত্তোলনের জায়গায় বাধাপ্রাপ্ত হওয়ায় কাজ শুরু করা হয়নি। এই দুটি প্রকল্পে অচিরেই কাজ শুরু করা হবে।এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, আমরা সারাক্ষণিক কাজ তদারকি করছি। নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করা হবে।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

হোসেনপুরে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেলের ১ আরোহীর মৃত্যু, গুরুতর আহত ১

ফেসবুক অ্যাকাউন্ট ব্লক করে দেওয়ায় প্রেমিকার আত্মহত্যা

মরণোত্তর একুশে পদক পাচ্ছেন পাকুন্দিয়ার গোলাপ মিঞা

কিশোরগঞ্জে প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজে ফ্রেশার ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

কিশোরগঞ্জে পুলিশ পরিচয়ে প্রেম, থানার সামনে ছবি তুলতে গিয়ে গ্রেফতার

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতে নোয়াখালীতে নিম্নাঞ্চল প্লাবিত

মনোহরদীতে কমিউনিটি মত বিনিময় সভা এবং ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত

কুলিয়ারচরে তামাকজাত দ্রব্য অপসারণে ভ্রাম্যমাণ আদালত

সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে এমপি তৌফিকের শোক

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ফুল দেওয়া নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ