নিজস্ব প্রতিনিধি
সাভারের আশুলিয়া খেজুর বাগানে দিনব্যাপি লিগ্যাল এইড ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সাভারের আশুলিয়া খেজুরবাগানে অবস্থিত গার্মেন্টস কর্মজীবী মহিলা হোস্টেল মাঠে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
লাউডাস ফাউন্ডেশনের সহযোগিতায় ব্লাস্ট বাস্তবায়নাধীন ওয়্যারস-৩ প্রকল্পের অধীনে ক্যাম্পটি আয়োজন করা হয়। দরিদ্র ও অসহায় জনসাধারণ, বিশেষ করে এলাকায় বসবাসকারী শ্রমিকদের মধ্যে আইনি প্রতিকার সম্পর্কে সচেতনতা সৃষ্টি ও বিনামূল্যে আইন সহায়তা প্রদানের উদ্দেশ্যে আয়োজিত ক্যাম্পে প্রায় আড়াই শতাধিক নারী-পুরুষ অংশগ্রহন করেন। ক্যাম্পে অসহায় ভুক্তভোগী আইন সহায়তা প্রার্থীদের কাছ থেকে আবেদন গ্রহণ করা হয়েছে।

ক্যাম্পে উপস্থিত ছিলেন ব্লাস্ট এর পরিচালক (আইন) মো: বরকত আলী, আউটরিচ স্পেশালিষ্ট (লেবার) মো: তৈয়্যেবুর রহমান, প্রকল্প কর্মকর্তা মো: আমানুল্লাহ, প্যানেল আইনজীবী জাহানারা ইসলাম, স্টাফ আইনজীবী তাসনুভা সহিদ, প্যারালিগ্যাল মো: সাইদুল ইসলাম, ইমরান শিকদার ও ওলিউল্লাহ। এছাড়াও ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দ, এনজিও প্রতিনিধি, গার্মেন্টস কর্মজীবী মহিলা হোস্টেলের প্রতিনিধি, ও স্থানীয় স্বেচ্ছাসেবক উপস্থিত ছিলেন।

ক্যাম্পে শ্রম সংক্রান্ত বিরোধ, পারিবারিক বিরোধ, যৌন হয়রানির প্রতিকার ও জমিজমা সংক্রান্ত আইন বিষয়ে আলোচনা করা হয়।

এছাড়াও মাতৃত্বকালীন ছুটি ও প্রসূতি কল্যাণ সুবিধা, ক্ষতিপূরণ, কর্মস্থলে নিরাপত্তা এবং শ্রমিক জিজ্ঞাসা মোবাইল অ্যাপ ব্যবহার করে আইনি তথ্য ও সেবা প্রাপ্তি ইত্যাদি বিষয়ও তুলে ধরা হয়।

বিভিন্ন প্রশ্নাত্তরের মাধ্যমে প্রাত্যহিক জীবনে প্রয়োজনীয় আইনি প্রতিকার বিষয়ে আলোচনা করা হয়। আত্মনির্ভরদল ও ট্রেড ইউনিয়ন সদস্যগণ ক্যাম্প আয়োজন ও পরিচালনায় ভলান্টিয়ার হিসেবে যুক্ত ছিলেন।