সাইফুল্লাহ সাইফ, কিশোরগঞ্জ :
বাল্যবিবাহ সংক্রান্ত আইন, বিধিমালা, শিশু সুরক্ষা, জেন্ডার সমতা ও বাল্যবিবাহ নিরোধকল্পে গণমাধ্যম কর্মীদের ভূমিকা ও কর্মপরিকল্পনা বিষয়ে কিশোরগঞ্জ জেলায় কর্মরত সাংবাদিকদের ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মঙ্গলবার (১১ এপ্রিল) সকাল থেকে শুরু হয়ে দুপুর পর্যন্ত চলা কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ নুরুজ্জামান।

কোর্সে স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক ফারজানা খানম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মহুয়া মমতাজ, কিশোরগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এ্যাড. লুৎফর রশিদ রানা, সদস্য সচিব মনোয়ার হোসাইন রনী উপস্থিত ছিলেন।
এসময় ঢাকা আহছানিয়া মিশন আয়োজিত ওরিয়েন্টশন কোর্সে বাল্য বিবাহের কারণ, এর থেকে প্রতিকারে করনীয় তুলে ধরে জেলা প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কম্বেটিং আরলি ম্যারেজ ইন বাংলাদেশ প্রকল্পের জেলা সমন্বয়কারী ফারহানা বেগম।
অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ নুরুজ্জামান বলেন, বাল্যবিবাহ রোধে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পাশাপাশি সাংবাদিক ও গণমাধ্যমের ব্যাপক ভূমিকা রাখতে পারে। বাল্য বিবাহ সমাজ ও রাষ্ট্রকে ক্ষতিগ্রন্থ করে। তাই বাল্য বিবাহ রোধে সকলকে যার যার অবস্থান স্বোচ্ছার হতে হবে। লিখনির মাধ্যমে জনসচেতনতা তৈরি করলে পারলে সমাজ থেকে বাল্য নিরোধ করা সম্ভব বলেও জানান ।
তিনি সমাজে যে কোন স্থানে বাল্য বিবাহ সংবাদ পেলে প্রশাসনকে জানানোর জন্য উপস্থিত সাংবাদিকদের প্রতি আহবান জানান।