কিশোরগঞ্জ প্রতিনিধি :
পরিবারে সচ্ছলতা ফেরাতে আটমাস আগে দেশ ছেড়ে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন আব্দুল্লাহ আল মাসুম (২৭)। সেখানে গিয়ে কাজ করে বাড়িতে টাকা পাঠানোও শুরু করেছিলেন। তাকে ঘিরে স্বপ্ন বুনছিল পরিবার। কিন্তু সেই সুখ আর সইলো না।
সৌদি আরবে দাম্মাম শহরে নাইট ডিউটি করার সময় গ্যাসের ট্যাংক বিস্ফোরিত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে আব্দুল্লাহ আল মাসুমের।
স্থানীয় সময় বুধবার (১৯ এপ্রিল) রাত ১১টার এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ আল মাসুম কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের রূপসা গ্রামের আব্দুল কাদিরের বড় ছেলে।
নিহত আব্দুল্লাহ আল মাসুমের বাবা আব্দুল কাদির বলেন, ‘আটমাস আগে বড় ছেলে মাসুমকে সৌদি আরবে পাঠিয়েছি। সেখানে কাজ করে নিয়মিত বাড়িতে টাকাও পাঠাতো। আজ বৃহস্পতিবার সকালে মাসুমের রুমমেট রুবেল মিয়া মোবাইল ফোনে জানায়, রাতে ডিউটিরত অবস্থায় গ্যাসের ট্যাংক বিস্ফোরিত হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়।’
তিনি আরও বলেন, ‘অনেক স্বপ্ন নিয়ে ছেলেকে বিদেশে পাঠিয়েছিলাম। এমন হবে জানতে পারলে কখনোই বিদেশে পাঠাতাম না। সরকারের কাছে দাবি, ছেলের মরদেহ যেন দ্রুত দেশে ফেরত আনা হয়।’
পাটুয়াভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক ঝুটন আব্দুল্লাহ আল মাসুমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।