নিজস্ব প্রতিনিধি :
অষ্টগ্রাম ও নাসিরনগর উপজেলার সংযোগ (বাঙালপাড়া-চাতলপাড়) মেঘনা নদীর উপর প্রায় ১ হাজার মিটারের এই সেতুতে ব্যয় হবে ১৭৮ কোটি টাকা।
সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করেন হাওর কিশোরগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক এমপি।
এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের মাননীয় সংসদ সদস্য বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন সংগ্রাম সহ স্থানীয় নেতাকর্মীদের সাথে নিয়ে সেতুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
রেজওয়ান আহমেদ তৌফিক এমপি বলেন : সেতুটি নির্মাণ হলে সারাদেশের সাথে হাওরের সরাসরি যোগাযোগ স্থাপিত হবে। সেইসাথে সারাবছর চলাচল সহজ করার পাশাপাশি অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।