কিশোরগঞ্জ প্রতিনিধি :
কিশোরগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ আজ দুপুরে দুটি চাঞ্চল্যকর মামলার প্রেস ব্রিফিং করেছেন। একটি কটিয়াদী উপজেলার অন্যটি নিকলী উপজেলার । মামলা নিয়ে পুলিশ সুপার জানান, নিকলী উপজেলার কুর্শা মাইজ পাড়াস্থ তুহিনের পতিত ঘরের পিছনে এক চালা চাপড়া ঘরে চৌকির নিচে পারিবারিক শত্রুতা ও দ্বন্ধের কারণে সুপরিকল্পিতভাবে পরস্পর যোগসাজসে হত্যা করে লাশ গুম করে রাখে। মে মামলা হলে নিকলী থানা পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে দুজনকে গ্রেফতার করে। তিনি আরো জানান, পারিবারিক শত্রুতা ও দ্বন্ধের জের ধরে বাদীর ছেলেকে মসজিদের সামনে থেকে সন্ধ্যার সময় খাওয়ানোর লোভ দেখিয়ে গামচা পেছিয়ে নাকে মুখে মাটি দিয়ে তুহিনের দুতালা ঘরে বারান্দায় লুকিয়ে রাখে । আসামী দিদারুল ইসলামকে পাট খেত থেকে গ্রেফতার করে।
অন্যদিকে তিনি আরো জানান, কটিয়াদী থানার শিশুর প্রতি নিষ্ঠুর আচরণ ভিকটিম শিশুকে মারধর ও হত্যার চেষ্টায় ইকবালকে গ্রেফতার করে। প্রেস ব্রিফিংয়ে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আল আমীন হোসাইন, সুজন চন্দ্র সরকার, নিকলী উপজেলার অফিসার ইনচার্জ সারোওয়ার জাহানসহ জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ ।