কিশোরগঞ্জে জেলা আওয়ামীলীগ নেতা বাদল রহমানের রহস্য জনক মৃত্যুতে প্রতিবাদ সভা হয়েছে কিশোরগঞ্জের জেলা র যশোদল ইউনিয়ন বাসী । যশোদল ইউনিয়ন পরিষদের কার্যলয়ে এ প্রতিবাদ ও শোক সভা মিলাদ মাহফিলের আয়োজন করা হয়্। যশোদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমতিয়াজ সুলতান রাজনের সভাপতিত্বে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন প্রতিবাদ সভায় অন্যান্যর মধ্যে উইস্থিত ছিলেন বাদল রহমানের বড় ভাই আতাউর রহমান মিলন সহ যশোদল আওয়ামীলীগের নেতৃবৃন্দ। উল্লেখ্য গত জুলাই বাদল রহমানের লাশ শোলাকিয়া এলাকার বেপরী বাড়ী মসজিদের একটি পুকুর থেকে উদ্ধার করেন পুলিশ ।
কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতা ও সিআইপি ব্যবসায়ী বাদল রহমানের মৃত্যুর ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে। কিশোরগঞ্জ পুলিশ সুপার মোহাম্দ রাসেল শেখ জানান বাদল রহমানের বড় ছেলে আসিফুর রহমান শাহীল বাদী হয়ে সোমবার (১০ জুলাই) কিশোরগঞ্জ মডেল থানায় এ হত্যা মামলাটি দায়ের করেন।
মামলায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়, পরস্পর যোগসাজশে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে বাদল রহমানকে শ্বাসরোধ করে বা অন্য কোনোভাবে হত্যা করেন। পরে গুম করার জন্য মরদেহ জেলা শহরের চরশোলাকিয়া ব্যাপারি বাড়ির পুকুরের ফেলে রাখেন।
এদিকে আসামিদের শনাক্ত করে আইনের আওতায় এনে বাদল হত্যার বিচারের দাবি জানিয়েছে পরিবার।
রোববার (৯ জুলাই) সকালে কিশোরগঞ্জ জেলা শহরের চরশোলাকিয়া ব্যাপারি বাড়ির পুকুর থেকে বাদলের ভাসমান মরদেহ উদ্ধার করে পুলিশ।
বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি (সিআইপি) বাদল রহমান কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবং কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি ছিলেন।