কিশোরগঞ্জ প্রতিনিধি :
কিশোরগঞ্জ সদরের রশিদাবাদ সগড়া এলাকায় বজলু চৌকিদারের ছেলে শাওন চৌকিদার (৩০) জুয়া, মাদক ও চাদাবাজী করে আসছে। মোঃ মাহফুজ মিয়া তার বিরুদ্ধে প্রতিবাদ করায় তাকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে জখম করায় বিচারের দাবিতে এলাকাবাসীর পক্ষ থেকে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ জুলাই) বিকেলে কিশোরগঞ্জের রশিদাবাদের সগড়া এলাকায় এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মামলা সূত্রে জানা যায়, গত ২৯ জুলাই চৌকিদার শাওন কর্তৃক হামলার শিকার হয় মাহফুজ মিয়া। তাকে হত্যার উদ্দেশ্যে চাইনিজ কোড়াল দিয়ে কুপিয়ে মারাত্মক রক্তাক্ত জখম করে। মাহফুজ মিয়াকে তাৎক্ষনিক কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশংকাজনক । এলাকাবাসী ও তার পরিবার শাওন চৌকিদার গং সন্ত্রাসী বাহিনীর হাত থেকে জান মালের নিরাপত্তা চেয়ে আইন শৃংঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন। এর ব্যাপারে কিশোরগঞ্জ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয়েছে।